পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । ২৩ গর্ভিণার আমাশয় রোগ হইতে পারে এবং প্রথম হইতে তাহার যথোচিত প্রভাকার না করিলে ক্রমে রক্তামাশয়ে পরিণত হয়। আমাশয় হইলে আর কাল বিলঘ না করিয়া মৃদু জোলাপের ব্যবস্থা করা উচিত। তাহাতে সঞ্চিত মলরাশি নির্গত হইয় গেলে শীঘ্রই রোগ সারিয়া যায়। এক কাচ্চ এরও (Castor oil) তৈলেই উত্তম জোলাপ হইয়া যাইবে। রোগ বেশী দিনের হইলে উপযুক্ত চিকিৎসকের সাহায্য গ্রহণ করিবে । গভলাব বা গভপাত । গর্ভাবস্থায় আঘাত লাগা, ভারি জিনিষ তোলা, অত্যন্ত পথ হাট, বাহের সময় খুব বেশী বেগ দেওয়া, মনের উদ্বেগ, গর্ভসঙ্কোচক ঔষধ সেবন, অতিরিক্ত শীত বা গরম লাগান এবং প্রবল জর বা অতিসার হাম, বসন্ত ও গৰ্ম্মি প্রভৃতি রোগের দ্বারা আক্রমণ প্রভৃতি নানাবিধ কারণের দ্বারা গর্ভপাত হইতে পারে। অল্প অল্প রক্তস্রাব ও পেটে বেদন প্রভৃতি দ্বারা গর্ভপাতের আশঙ্ক৷ উপস্থিত হইলে গর্ভিণীকে শোয়াইয়। রাখিবে এবং রক্তস্রাব যাহাতে না হইতে পারে, সেইরূপ ঔষধ ও পথ্যাদির ব্যবস্থা করিবে (৬২ পৃষ্ঠায় দ্রষ্টব্য )। R সবিশেষ চেষ্টা করিয়াও যদি গর্ভস্রাব রহিত না হয়, তাহ হইলে আর গর্ভ রক্ষার জন্য চেষ্টা করিবে না এবং গর্ভস্থ ক্রণ অর্থাৎ ছাচ পড়িয়া গেলে প্রসবের পর যেরূপ প্রস্থতির পরিচর্য্যা করিতে হয়, সেইরূপ শুশ্রীষাদি করিবে । ( পরিশিষ্ট ১৯ পৃষ্ঠায় দ্রষ্টব্য )। কখন কখনও অপরিণত ক্রণের কিয়দংশ গর্ভস্রাবের পরেও গর্ভাশয় মধ্যে থাকিয়া যাইতে পারে। উহা সত্বর বাহির করিয়া দেওয়া উচিত। নচেৎ ঐ অংশমাত্র গর্ভাশয়ে পচিয়া গভিণীর বিশেষ অনিষ্ট করিয়া থাকে ;