૨8 প্রসূতি-তন্ত্র। এমন কি স্থতিকা-সন্নিপাত পৰ্য্যন্ত হইতে পারে। সেজন্য প্রস্থতির প্রাণহানির আশঙ্কা আছে, অতএব গর্ভস্রাবের পর প্রস্থতির বিশেষ যত্নের সহিত পরিচর্য্যা করিবে। রক্তস্রাব বন্ধ ন হইলে উপযুক্ত চিকিংসকের আশ্রয় গ্রহণ করিবে এবং যতক্ষণ চিকিৎসক না আসেন, ততক্ষণ পৰ্য্যন্ত জরায়ু হাতের মুঠার মধ্যে ধরিয়া চট কাইতে থাকিবে। ঐরুপ কিছুক্ষণ করিতে করিতে রক্তস্রাব রহিত হইতে পারে। রক্তস্রাব বন্ধ হওয়ার পরে পেট বাধিয়া দেওয়া উচিত। シ •restosta (Eclampsia.) পরিপূর্ণ গভর্ণবস্থায়, প্রসবের পূৰ্ব্বে অথবা প্রসবের সময় যদি গভির্ণর ঘন ঘন মৃচ্ছ1 হইতে থাকে, তাহা হইলে জানিবে গর্ভিণীর গর্ভাপস্থার হইয়াছে। এই রোগ প্রকটত হইবার কিছুদিন পূৰ্ব্ব হইতে গভির্ণর শিরঃপীড়া উপস্থিত হয়, চক্ষুর পাতায় ও পদদ্বয়ে শোথ দেখা যায় এবং সময়ে সময়ে দৃষ্টি শক্তির হ্রাসও হয়। রোগ প্রকাশ পাইলে রোগিণী অজ্ঞান হইয়া পড়ে, দাত লাগিয়া যায়, হাত পা চুড়িতে থাকে,মুখ হইতে অনবপত ফেনা ও লালা নির্গত হয় এবং মৃগীর ন্যায় সমস্ত লক্ষণ প্রকাশ পায়। প্রথম প্রথম দশ পনের মিনিট বা আধ ঘণ্টা অন্তর রোগিণীর মৃত্ত্বে । হইতে থাকে। পরে আরও ঘন ঘন মুচ্চার বেগ আসিতে থাকে। অতি সত্বর ইহার প্রতিকার করা আবশ্যক, নচেৎ এ রোগে গভির্ণর মৃত্যু পৰ্য্যস্ত হইয় থাকে। এই রোগ প্রকাশ পাইলে অচিরাং প্রসব করান আবশ্যক হইয়৷ থাকে। সেজন্য রোগের প্রথমাবস্থা হইতেই উপযুক্ত চিকিৎসকের হস্তে সমর্পণ করিবে এবং যাবৎ উপযুক্ত চিকিৎসক না পাওয়া যায় তাবৎ রোগিণীর মাথায় শীতল জলের ধারা বা বরফ দিতে থাকিবে এবং সম্ভব
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।