পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । २@t হইলে সিকি রতি মাত্রায় আফিং ( বা মর্ফিয়া ) ঘন ঘন ৪৫ বার পর্য্যন্ত ৰ্যবস্থা করিবে এবং দরজা জানাল খুলিয়া দিবে। সুবিধা থাকিলে বস্তিক্রিয়া ( ডুস ) দ্বারা মল পরিষ্কার করিয়া দিবে। এই সকল প্রক্রিয়া স্বারা রোগ কিছু উপশম হষ্টতে পারে। প্রসূতির বিপৎসমূহ। প্রসবের সময়ে এবং প্রসবের পরে ও প্রস্থতির কতকগুলি বিপদের সম্ভাবনা আছে। তন্মধ্যে,—মুলাধারভূমির রক্ষা, প্রসবাস্তে রক্তস্রাব প্রভৃতি বিষয়গুলি পূৰ্ব্বেষ্ট বিশদভাবে বর্ণিত হইয়াছে। প্রসবকালে এবং প্রসবাস্তে কৰ্ত্তব্য সম্বন্ধে যে সমস্ত কথা বলা হইয়াছে, সে সকল যত্ন পূৰ্ব্বক অবলম্বন করিলে বিপদের সম্ভাবন প্রায়ই থাকে না। অতএব যাহাতে পূৰ্ব্ববর্ণিত বিষয়গুলি যথাযথভাবে অন্তষ্ঠিত হয়, তদ্বিষয়ে মনোযোগী হওয়া একান্ত আবশ্যক। প্রসবের পরে প্রস্থতির ষতপ্রকার বিপদ আছে, তন্মধ্যে স্থতিক। সন্নিপাতেব ন্যায় মারাত্মক বাধি বোধ হয় আর নাই । সেজন্ত যাহাতে উক্ত রোগ ন হইতে পারে, তজ্জন্ত প্রতিপদে সাবধান করিয়া দেওয়া হইয়াছে। সম্পতি পুনরায় ঐ দুঃরোগ সম্বন্ধে অভিজ্ঞ চিকিৎসকগণের কতকগুলি অমূল্য উপদেশ প্রদত্ত হইতেছে। সূতিকা-সন্নিপাত । যদি প্রসবকালের উপকরণ সকল উত্তমরূপে বিশোধিত না করিয়া ব্যবহার করা যায় অথবা স্থতিকাগৃহ বা ধাত্রীর হস্ত কোন প্রকারে দুষিত হয় এবং যদি ধাত্রী অপরিস্কত ও অবিশুদ্ধ হস্তে প্রসবকাৰ্য্য সম্পাদন করে, তাহাহইলে পূৰ্ব্বোক্ত কারণ সমুহের দ্বারা স্মৃতিক সন্নিপাতের জীবানু বিষ