পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭ প্রস্থতি-তন্ত্র। প্রস্থতির দেহে সংক্রমিত হইতে পারে । সাধারণতঃ যেস্থলে প্রসব স্বাভাবিক ভাবে না হইয়া যন্ত্রাদি সাহায্যে সম্পাদিত হয়, অথবা যেস্থলে মুখপাত্রীরা অন্যায়রুপে ঘাটাঘাটি করিয়া গর্ভাশয় বা অপত্যপথ দুষিত করে কিম্বা যেস্থানে প্রসবাস্তে গর্ভাশয়ের স্বাভাবিক সঙ্কোচ না হওয়ায় রক্তের চাপ সকল অথবা ফুলের কোন অংশ উহার মধো থাকিয়া পচিতে থাকে । সেই স্থলেষ্ট স্থতিক সন্নিপাতের বিশেষ সম্ভাবনা । স্থতিকাসন্নিপাতের জীবানু সকল দেহমধ্যে প্রবেশ করিলে, প্রায় পাঁচ সাত দিনের মধ্যেই খুব কম্প দিয়া জর হয়। অনেকস্থলে জরায়ু টিপিলে বাথা বোধ হয় ও তলপেটে স্থানেস্থানে শক্ত বলিয়া বোধ হয়। কখনও বাপেটফাপে ও তলপেটে এত ব্যথা বোধ হয় যে, সামান্ত কিছুদ্বারা স্পর্শ করিলেও প্রস্থতি যন্ত্রণায় অস্তির হইয় পড়ে। কখনও বা তলপেটে কিছুমাত্র বেদন থাকে না বা কোনপ্রকার স্রাবও থকেন । কিন্তু রোগিণীর নাড়ীর গতি অতিক্ষীণ হইয় আসে ও সন্নিপাতোক্ত লক্ষণ সকল প্রকাশ পায় । প্রথম সাত আট দিনের মধ্যে অকস্মাৎ প্রস্রাল বন্ধ হইয়া জর হইলে বা স্রাবে দুর্গন্ধ অনুভূত হইলে স্থতিকাসন্নিপাত হইতেছে বা হইবে বলিয়া পৃঝিতে হয়। এরূপ অবস্থায় বিশেষ সতর্কতা আবশ্যক । কোন কোন সময়ে প্রস্থতির হস্তপদের সন্ধি সকলে অত্যন্ত বেদন হয় ও সে সকল স্থান ফুলিয় উঠে বা স্থানে স্থানে ফেঁাড়া হইতে দেখা যায়। ইহ স্বন্তিকাসক্লিপাতের আর একরূপ । - স্ৰতিকণসন্নিপাত অত্যন্ত সংক্রামক ব্যাধি। এইরোগের বীজানু দ্বার: অতিসত্বর অপর একজন প্রস্থতিও আক্রান্ত হইতে পারে। ইহার পরিণামফলও অত্যন্ত শোচনীয়। পেটের মধ্যে ফুলের ছিন্নাংশ পচিয়াও জর হইতে পারে। কিন্তু উহ! ঠিক্‌ স্থতিকাসন্নিপাত নহে, তবে তাহারও অতি সত্বর প্রতীকার করা আবশ্যক। নচেৎ তাহ উপেক্ষিত হইলে স্ততিক-সন্নিপাতে পরিণত হক্টতে পারে । অতএব প্রসবের পর জর দেখা