পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । శిన রোগ যাহাদের একবার হইয়াছে, তাহাদের দেহই শুধু বিকৃত হয়, এরূপ নহে বংশ-পরম্পরা পর্য্যন্ত ঐ দুঙ্গতির ফলভোগ করিতে থাকে। অতএব সকলেরই তাদৃশ দুষ্টজনের সংসর্গ পরিহার করা একাস্ত কৰ্ত্তব্য। উক্ত রোগগ্ৰস্ত স্ত্রীপুরুষের ব্যবঙ্গত শয্যা, বস্ত্র ও ভোজনপাত্র প্রভৃতি কদাচ Iবহার যোগ্য নহে। শিশুপরিচর্য্যা অহর । প্রসবের পর প্রায় তুই দিন পরে প্রস্থতির স্তনে দুগ্ধ আসে। যে করদিন দুগ্ধ না আসে, সে করদিন প্রস্ততির স্তনে যে ঘনদুগ্ধ থাকে, তাহাই প্রথমদিনে ছয়ঘণ্টা অন্তর চারিবার এবং দ্বিতীয় দিনে চারিঘণ্টা অন্তর ছয় বার দেওয়া উচিত। তারপর স্তনে দুগ্ধ আসিলে, দুইঘণ্টা অন্তর বালককে দুগ্ধপান করান উঢ়ি । প্রস্থতির স্তনদুগ্ধের অল্পত) তইলে বা অঙ্গ কেনি কারণে অভাব ঘটিলে ধাত্রীর দুগ্ধ অথবা গরু, ছাগল বা খাবার সুন্ধ পান করান যাইতে পারে। সস্তানকে গোদুগ্ধ পান করষ্টতে ইষ্টলে, তিন দিন হইতে চৌদদিন পর্য্যন্ত দিনে রাতে দুই ঘণ্টা অন্তর দশবার দুধ খাওয়াইবে এবং প্রত্যেক বারে তিনৰ্বাচ্চ বা একছটাক পরিমাণে দিবে। তন্মধ্যে সকালবেল হইতে রাত্রি দশটা পর্যন্ত আটবার, তারপর সারারাত্রির মধ্যে দুইবার দুধ খাইতে দিতে পার। চোঁদনি ইষ্টতে একমাস পর্য্যন্ত পূৰ্ব্ববৎ দুইঘণ্ট