পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ প্রসূতি-তন্ত্র। না হয়, তবে চিকিৎসক ডাকাইয়া ভাল করির চিকিৎসা করান কর্তব্য } নচেৎ শিশুর চোক নষ্ট হইয়। যাইবার বিশেষ সম্ভাবনা আছে। তভু ক,—প্রায়ই ভূমিষ্ঠ হইবার ১৪১৫ দিন পরেই কোন কোন শিশুব এক্টরোগ হইতে দেখা যায় । সাধারণতঃ আহারের দোষেই অধিকাংশ স্থলে তড় কী হইতে দেখা যায়। যদি পেটের দোষেই রোগ হয়, তাহণহইলে আহারাদির পরিবত্তন করিয়া দেওয়া উচিত। আর তাহ} ন হইলে, গরম জলে শিশুর সর্বাঙ্গ ডুবাইয়। রাপিয়া মাথায় ঠাণ্ডাজল ঢালিলে তড়ক ভাল হইয়া থাকে। পেটের আসন্তু খ,—দুধ হজম ন হইতেই পুনঃ পুনঃ দুধ খাওয়া d、 - ঠতে থাকিলে, সন্তানের পেটের অসুখ দেখ দেয় । শিশু পাংলা পাংল তলদে হলদে বা সবুজ সবুজ ছানার মত অনেকবার বঙ্গে করে এবং পেট কনড়াইলে কঁাদিতে থাকে। সেরূপ অবস্থায় শিশুর আহারের প্রতি বিশেষ দৃষ্টি রাখা উচিত। তদ্ভিন্ন “নাগরাদিক্কাথ” বা “লব তুসম” (১৪৩ পুষ্ঠান দ্রষ্টব্য ) প্রভৃতি ঔষধেও বিশেষ ফল পাওয়া যায়, বেশী বাড়ীবাড়ি দেখিলে চিকিৎসক দেখান কৰ্ত্তবf i কোষ্ঠকাটিস্য9–যদি সন্তানের মলবদ্ধ থাকে, তাহ হইলে পানের লোটা অথবা এক টুকুর নরম সানান সরু বাতির মত কলিয়৷ মলদ্বাবের ভিতর প্রবেশ করাইয় দিলে লাহে হৃষ্টয়া যায়। সাধারণতঃ গোতন্ধে মাখমের অংশ কম হইলে সস্তানের মলবদ্ধ হইয় থাকে। সেরূপ ক্ষেত্রে একটু দুধের সর দুধের সহিত মিশাষ্টয়া দিলে বিশেষ উপকার 子 ijয় |

  • ाँ e

সমাপ্ত ।