পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ প্রস্থতিতন্ত্র । পদ্মরাগ মণির আকরে কখনই কাচের উৎপত্তি হইতে পারে না। ব্ৰহ্মচারী স্বধৰ্ম্মনিষ্ঠ উদারহৃদয় মাতাপিতার মিলনে গুণহীন সন্তানের জন্ম সম্ভবপর নহে। সেজন্য পূৰ্ব্বকালে বিবাহ দিবার সময় বর ও কন্যার গুণ এবং বংশমর্য্যাদা প্রভৃতি সবিশেষ অনুসন্ধানের বিযয় ছিল । কেন্স কখনও গুণহীন পাত্রে কন্যাদান করিত না । যদিও কন্যা ঋতুমতী হইবার পূর্বেই তাগর বিবাহ দেওয়া ধৰ্ম্মশাস্ত্রকারগণের একান্ত অভিপ্রেত ছিল, তথাপি তাহাবা বলিয়া গিয়াছেন যে—“কন্যা ঋতুমতী হইয়া যাবজ্জীবন গৃহে থাকে, সেও ভাল। তথাপি তাঙ্গকে গুণীন পাত্রে সমপণ করিলে না।’ ১ । এজন্য তাহার। আর ও বলিয়া গিয়াছেন যে— “সৰ্ব্বাঙ্গসুন্দর, কুলে শীলে উংকৃষ্ট, রূপবান বর পাইলে কন্যা বিবাহযোগ্য ন হইলেও তাঙ্গাকে যথাধিধানে সম্প্রদান করিলে ‘’ ৷ ২ ৷ ফলকথা,—উপযুক্ত পাত্রেব একান্ত আবশ্যক। সেজন্তু কন্যার বিবাহযোগ্য বয়সের কিছু বাকী থাকুক অথবা বিবাহের বয়স কিছু অধিক হউক, তাহাতে বিশেষ ক্ষতি বৃদ্ধি নাই। একথা আয়ুৰ্ব্বেদশাস্ত্রকারগণ ও স্বীকার করিয়া থাকেন । বিবাহকাৰ্য্যে পাত্রের গুণ ও দোষ যেরূপ আলোচনার বিষয় ; সেই রূপ কন্যার ও দোষ গুণ সলিশেৰ অনুসন্ধানের বিষয়। যেহেতু, গুণহীনার গর্ভজাত সস্তান কখনই সদগুণ সম্পন্ন হয় না । সেজন্য মহর্ষি মনু বলিয়াছেন যে,—“অনিন্দিতা কন্যাকে বিবাহ করিলে অনিন্দিত সন্তান জন্মগ্রহণ ১। “ কামমামরণাত্তিষ্ঠেদ গৃহে কন্য মতপি। নচৈবেনাং প্রষচ্ছেত্ত গুণহীনায় কছিচিৎ।" | ২। “ উৎকৃষ্টায়াভিরূপায় বরায় সদৃশীয় চ। অপ্রাপ্তামপি তাং তস্মৈ কন্যাং দদ্যাদযথাবিধি।” মনুসংহিতা