পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se প্রসূতিতন্ত্র । করিতে পারে না, দুৰ্ব্বহ দুঃখময় জীবন অতিবাহিত করিতে করিতে অকালে কালগ্রাসে পতিত হয়। শুক্ররক্ষার নামই ব্রহ্মচর্য্য। যাহারা ব্রহ্মচৰ্য্য রক্ষা করিতে পারেন, তাহারাই সংসারের যাবতীয় মুখৈশ্বর্যা ভোগ করিতে সমর্থ হইয়া থাকেন এবং সুদীর্ঘ-জীবন ও অক্ষুধ-স্বাস্থ্য লাভ করিতে পারেন। বিশুদ্ধ শুক্র সন্তানোৎপত্তির অন্যতম বিশিষ্ট উপাদান। শুক্র দোষযুক্ত হইলে, তাঙ্গ হইতে কখনই সন্তান জন্মিতে পারে না । বিশুদ্ধ অর্থাৎ সৰ্ব্বপ্রকার দোষ বৰ্জ্জিত শুক্র স্ফটিকের :ন্যায় নিৰ্ম্মল, দ্রব অর্থাৎ তরল, ( গলিত রৌপ্যাদি ধাতুর দ্যায় ; জলবং নহে। ) স্নিগ্ধ, মধুর এবং মধুর ন্যায় গন্ধযুক্ত হইয়া থাকে। কেহ কেহ বলেন,—তৈল অথবা মধুর ন্যায় বর্ণ বিশিষ্ট শুক্র ও ভাল। ১ । অবিশুদ্ধ শুক্র সন্তানোৎপাদনে সমর্থ হয় না। বাহারা অহিতকর আহার বিচার করে, তাহাদের লায়, পিত্ত ও কফ প্রকুপিত হইয়৷ শুক্ৰধাতুকে বিকৃত করে । বিরুত শুক্র,—বায়ু, পিত্ত, শ্লেষ্মা, কুণপ অর্থাৎ শবের ন্যায় দুর্গন্ধ যুক্ত, গ্রস্থিবিশিষ্ট, পুতি অর্থাৎ পচাগন্ধ যুক্ত, ক্ষীণ এবং মূত্র ও পুরীষ-গন্ধযুক্ত গুইয়া থাকে। ১ । শুক্র বায়ু দ্বারা দুষিত হইলে, অরুণ-কৃষ্ণগদিবর্ণযুক্ত ও স্বচীভেদবং বেদমা বিশিষ্ট, পিস্তু দ্বারা দুষিত হইলে,—নীলপতাদিবণযুক্ত ও পিত্ত জন্য যন্ত্রণা বিশিষ্ট কফ দ্বারা দুষিত হইলে,—শুক্লবৰ্ণ ও কও,তি বিশিষ্ট; ১ । “ স্ফটিকাভং এবং স্নিগ্ধ মধুর মধুগন্ধি চ । শুক্রমিচ্ছন্তি কেচিত্ত তৈলক্ষেত্রনিভং স্তপ।" ২ । "বাত-পিত্ত-শ্লেষ্ম-কুশপ-গ্রস্থি-পুতি-পূয়-ক্ষীণ-মুত্র-পুরীষ-রেতসঃ প্রজোৎপাদনে ন সমর্থ ভবত্তি ।” সুশ্রত সংহিত।