শুক্র-বিজ্ঞান। >> রক্ত দ্বারা দূষিত হইলে শোণিতবর্ণ ও বেদনাযুক্ত এবং শবগন্ধি ও পরিমাণে অধিক হইয়া থাকে ॥১ এতদ্ভিন্ন বাতপ্লেয়-দোৰে শুক্র গ্রস্থিযুক্ত, পিত্তশ্লেষ্ম-দোষে পূতিগন্ধময় ও পু্যসদৃশ, বাতপিত্ত দোষে পূৰ্ব্বোক্ত দোষযুক্ত ও ক্ষীণ এবং বাতাদিত্রিদোষ যুক্ত হইলে শুক্র, মূত্র ও পুরষগন্ধি হইয়া থাকে। ২ । ইহাদিগের মধ্যে কুণপগন্ধি, গ্রন্থিযুক্ত, পূতি ও পূয় সদৃশ এবং ক্ষীণ শুক্র কৃচ্ছ্বসাধা; মূত্র ও পুরীষগন্ধি অসাধা। তদ্ভিন্ন অন্য প্রকার শুক্ৰদোষ সাধ্য অর্থাৎ চিকিৎসা করিলে আরোগ্য হইতে পারে। ৩ ১। “তেৰু বাতবর্ণবেদন বাঠেন। পিত্তবর্ণবেদন পিত্তেন। শ্লেষ্মবর্ণ বেদনং শ্লেষ্মণ । শোণিতবর্ণবেদনং কুণপগন্ধ্যনল্পং রক্তেন ।" সুশ্ৰুত সংহিতা । ১ । “গ্রস্থিতৃতং শ্লেষ্মবাতাভাং। পূতপূয়নিভঃ পিত্তশ্লেখুভী । ক্ষীণং প্রাগুক্তং পিত্তমারতাভাং। মুত্রপুরষগন্ধি সন্নিপাতেনেতি ” ৩। তেষু কুশপগ্রন্থিপূতিপূৰ্ব্বক্ষণরেতসঃ কৃচ্ছসাধ্যা, মূত্রপুরীষরেতসত্ত্বসাধ্যা; সাধ্যমন্যচ্চেতি " সুশ্রুত সংহিত ।
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।