পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X8 প্রস্থতিতন্ত্র। হুগ্রোধাদি,—বট, বজ্ঞডুমুর, অশ্বথ, পাকুড়, যষ্টিমধু, আমড়া, অর্জুন, আয়, কোশাল, পিড়িংশাক, তেজপত্র, বড়জাম, ক্ষুদেজাম, পিয়াল, মৌল, কটুকী, বেতস, কদম্ব, কুল, রক্তলোধ, শল্পকী, লোধ, সাবরলোধ, ভেলা, পলাশ ও মেঘশৃঙ্গী | ১ পুৰ্ব্বোক্ত পরূষকাদি অথবা নাগ্রোধাদিগণীয় দ্রব্যসকল ১২॥০ সাড়ে শর সের ওজনে লইয়া ৬৪ সের জল দিয়া পাক করিবে। ষোলসের পাকিতে নামাইয়া ছাকিয়া লইবে এবং ঐ ক্কাথে v৪ চারি সের ঘৃত দিয়া পাক করিবে । কল্কাপ,—ঐ পরূষকাদি বা ন্যগ্রোধাদিগণীয় দ্রব্যসকল , ১ একসের পরিমাণে লইয়। য়ু তপাক কালে দিবে। পাক সমাপ্ত হইলে নামাষ্টয়া ছাকিয় লইবে । মাত্রা ॥০ আধ তোলা, অনুপান দুগ্ধ । মুত্র । পুরাঘগন্ধি শুক্রদোৰে—চিতারমুল,বেণারমূল ও হিং, এই সকল দ্রব্যদ্বারা স্থতপাক করিয়া খাইতে দিবে। ২ বিশেষ দ্রষ্টব্য,—পূৰ্ব্বে যেসকল দ্রব্যগর সুতপাক করিয়া পান করিবার ব্যবস্থা করা হইয়াছে। ঐ সকল দ্রব্যেব পাচন প্রস্তুত করিয়াও রোগীকে দিতে পারা যায়। পাচন করিবার নিয়ম এইরূপ,—যেসকল দ্রব্যের পাচন করিয়া পাওয়াঙ্গতে হইবে, তাহাদের মিলিত ওজন দুই তোলা পরিমাণে লইয়া তাধসেরে জলে সিদ্ধ করিবে । আধ পোয় থাকিতে নামাষ্টয়া ছাকিয়। লইবে এবং ঐ ক্কাথ পান করিতে দিবে। শুক্রক্ষীণ হইলে, নিম্নলিখিত শুক্রবদ্ধক ঔষধ সকল সেবন করিতে দিবে। ১ । “ন্যগ্ৰোধোড় স্বরাশ্বখঃক্ষমধুক্ষপীতনককুভামকৌশামচোরকপত্র জম্বুদ্বয়পিয়ালমধুকরোহিণীবষ্ণুলকদম্ববদরীতিন্দুকীশল্পকারেএসাবররোগ্রভল্লাতকপলাশনন্দীবৃক্ষচেতি।” হ। “ট্রিপ্রভে পায়য়েৎ সিদ্ধং চিত্রকোশীরহিজুভি: " স্বশ্ৰত সংহিতা।.