X8 প্রস্থতিতন্ত্র। হুগ্রোধাদি,—বট, বজ্ঞডুমুর, অশ্বথ, পাকুড়, যষ্টিমধু, আমড়া, অর্জুন, আয়, কোশাল, পিড়িংশাক, তেজপত্র, বড়জাম, ক্ষুদেজাম, পিয়াল, মৌল, কটুকী, বেতস, কদম্ব, কুল, রক্তলোধ, শল্পকী, লোধ, সাবরলোধ, ভেলা, পলাশ ও মেঘশৃঙ্গী | ১ পুৰ্ব্বোক্ত পরূষকাদি অথবা নাগ্রোধাদিগণীয় দ্রব্যসকল ১২॥০ সাড়ে শর সের ওজনে লইয়া ৬৪ সের জল দিয়া পাক করিবে। ষোলসের পাকিতে নামাইয়া ছাকিয়া লইবে এবং ঐ ক্কাথে v৪ চারি সের ঘৃত দিয়া পাক করিবে । কল্কাপ,—ঐ পরূষকাদি বা ন্যগ্রোধাদিগণীয় দ্রব্যসকল , ১ একসের পরিমাণে লইয়। য়ু তপাক কালে দিবে। পাক সমাপ্ত হইলে নামাষ্টয়া ছাকিয় লইবে । মাত্রা ॥০ আধ তোলা, অনুপান দুগ্ধ । মুত্র । পুরাঘগন্ধি শুক্রদোৰে—চিতারমুল,বেণারমূল ও হিং, এই সকল দ্রব্যদ্বারা স্থতপাক করিয়া খাইতে দিবে। ২ বিশেষ দ্রষ্টব্য,—পূৰ্ব্বে যেসকল দ্রব্যগর সুতপাক করিয়া পান করিবার ব্যবস্থা করা হইয়াছে। ঐ সকল দ্রব্যেব পাচন প্রস্তুত করিয়াও রোগীকে দিতে পারা যায়। পাচন করিবার নিয়ম এইরূপ,—যেসকল দ্রব্যের পাচন করিয়া পাওয়াঙ্গতে হইবে, তাহাদের মিলিত ওজন দুই তোলা পরিমাণে লইয়া তাধসেরে জলে সিদ্ধ করিবে । আধ পোয় থাকিতে নামাষ্টয়া ছাকিয়। লইবে এবং ঐ ক্কাথ পান করিতে দিবে। শুক্রক্ষীণ হইলে, নিম্নলিখিত শুক্রবদ্ধক ঔষধ সকল সেবন করিতে দিবে। ১ । “ন্যগ্ৰোধোড় স্বরাশ্বখঃক্ষমধুক্ষপীতনককুভামকৌশামচোরকপত্র জম্বুদ্বয়পিয়ালমধুকরোহিণীবষ্ণুলকদম্ববদরীতিন্দুকীশল্পকারেএসাবররোগ্রভল্লাতকপলাশনন্দীবৃক্ষচেতি।” হ। “ট্রিপ্রভে পায়য়েৎ সিদ্ধং চিত্রকোশীরহিজুভি: " স্বশ্ৰত সংহিতা।.
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।