পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏌᏉ প্রস্থতিতন্ত্র। \ পৰ্য্যন্ত হইয়া থাকে। ১ । কিন্তু প্রদর প্রভৃতি রোগগ্রস্ত হইলে এ নিয়মের ব্যতিক্রম ঘটিয়া থাকে। প্রতি মাসেই আৰ্ত্তব শোণিত সঞ্চিত হইয়া থাকে এবং মাসাস্তে ঐ আৰ্ত্তব শোণিত বায়ু কর্তৃক চালিত হইয় গর্ভাশয়স্থ দুইটী ধমনী দ্বারা যোনিমুখে নির্গত হইয়া থাকে। সেই আৰ্ত্তবশোণিত ঈষৎকৃষ্ণবর্ণ ও গন্ধহীন হষ্টয়া থাকে। ২ রজোদর্শনের প্রথম দিন হইতে ষোড়শ রাত্রি পর্য্যন্ত সময়কে ঋতুকাল বলে। তন্মধ্যে প্রথম তিন দিন অত্যন্ত শোণিত-স্রাব হইতে থাকে, তারপর আর বড় দেখা যায় না । ঋতুকালই গর্ভধারণের উপযুক্ত সময়। ৩। যেহেতু, ঐ সময় গর্ভাশয়-দ্বার উন্মুক্ত থাকে। অনন্তর দিবাবসানে পদ্মিনীর স্যায়, ঋতুকালান্তে গর্ভাশয় দ্বার সঙ্কচিত হইয়া থাকে। সুতরাং তৎকালে গর্ভাধান হইতে পারে না । ৪ বিশুদ্ধ আৰ্ত্তব শোণিত,--শশকের রক্তের মত অথবা আলতার রঙের মত। উহা ধুইয়া ফেলিলে কাপড়ে দাগ লাগে না । ৫ ১ । “মাদি মাসি রজঃ স্ত্ৰীণাং রসঙ্গং প্রবতি ত্র্যহম্।” বাগভটঃ । = ৷ “মাসেমোপচিতং কালে ধমনীভ্যাং তদাৰ্ত্তবম্। ঈষৎকৃষ্ণ বিগন্ধঞ্চ বায়ুর্যোনিমুখং নুদেৎ ॥” সুশ্রুতসংহিতা । ৩ । “আৰ্ত্তবস্ত্রাবদিবসাদৃতু; ষোড়শরাত্ৰয়ঃ। গর্ডগ্রহণযোগ্যস্তু স এব সময়ঃ স্মৃত: ||” ভাবপ্রকাশঃ । ৪ । “নিয়তং দিবসেহতীতে সন্ধুচত্যমুজং যথা। খতেী ব্যতীতে নাৰ্য্যাস্তু যোনিঃ সংব্রিয়তে তথা ।” ৫। “শশাস্বকৃপ্রতীমং যজ্ঞ যা লাক্ষারসোপমম্। তদাৰ্ত্তবং প্রশংসস্তি যদ্বাসো ন বিরঞ্জয়েৎ ॥” স্বপ্রতসংহিতাং