পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গর্ভাধান ও সহবাস । ২৩ ঋতুর প্রথম তিন দিন মাদুর’ প্রভৃতির শয্যা, মৃন্ময় পাত্রে অথবা শাল কিম্বা কদলীপত্রে হবিন্যান্ন ভোজন করা এবং স্বামি-সন্দর্শন না করা ঋতুমতীর অবগু কৰ্ত্তব্য। ১ এতদ্ভিন্ন ঋতুকালে,—উপবাস, ভয়, রুক্ষ-সেবন, বমন ও মলমূত্রাদির বেগধারণ প্রভৃতি অহিত আচরণ সকল পরিত্যাগ করা কর্তব্য। যেহেতু ঐ সকল কারণে অবমাণ আৰ্ত্তব-শোণিত দূষিত ও সংরুদ্ধ হইয়া রক্তগুল্মাদি রোগোৎপাদন করে। ২ অষ্টম অধ্যায় MSAASAASAASAASAASAA AA ASASASS গর্ভাধান ও সহবাস । * ঋতুমতীর সহিত প্রথম তিন দিবস পর্য্যন্ত সহবাস করা কখনই উচিত নহে। যেহেতু,—দুধিত রক্তের সংস্রবে পুরুষের আয়ুঃক্ষয় হয় এবং উপদংশ ক্ষু ও শুক্রক্ষয় হইয়া থাকে ও বায়ু কুপিত হয় । ৩ ১ । “দর্ভসংস্তরশায়িনীং করতলশল্পবিপর্ণান্ততম— ভোজিনীং হবিধাং ত্রাহক ভঞ্জ সংরক্ষৎ।" সুশ্রুতসাহিত। ২ । “খতাবনাহারতয়া ভয়েন, বিরুক্ষণৈৰ্ব্বেগবিধারইণশ্চ । সংস্তস্তনোল্লেখনযোনিদেধৈঃ, গুল্ম: স্ক্রিয়ারক্তভবোহভুৈিপতি ॥” চরকসংহিত । * ইহা বৰ্ত্তমান সময়ের গৰ্ম্মি নহে। ৩ । “তত্র প্রথমে দিবসে ঋতুমত্য মৈথুনগমনমনায়ুষ্যং পুংসাং उठवडि । এ তথাচ,—“উপদংশস্তথা বায়োঃ কোপ: শুক্রস্ত চ ক্ষয়ঃ।” স্বশ্ৰুতসংহিনী ।