পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O8 {প্রসূতিতন্ত্র। কারণ প্রদর ও যোনি-ব্যাপৎ প্রভূতি রোগ সকলের চিকিৎসার উপায়, তত্ত্বংপ্রসঙ্গে বিশেষ ভাবে বর্ণিত হইবে। একাদশ অধ্যায় । গর্ভিণী-লক্ষণ । অল্প পরিশ্রমেই ক্লাস্তি, শরীরের গ্লানি, পিপাসাবোধ, শুক্ৰশোণিতের অবরোধ, উরু শৃগলের অবসাদ এবং বোনিস্ফূরণ এই কয়টা সদ্যোগৃহীত-গর্ভ রমণীর লক্ষণ ।। ১ তারপর যত দিন যাইতে থাকে, ততই গর্ভিণী কৃশাঙ্গী হয়, তাহার উদর স্ফীত হইতে থাকে এবং এই সময়ে কাহার কাহারও সূচ্ছৰ্ণ হইতে দেখা যায়, “গা বমি বমি” করে, অরুচি হয়, প্রায়ই ‘হাই’ উঠিতে থাকে, মূপে জল উঠে, শরীর অবসন্ন হয়, রোমরাজির উদগম হয়, অন্ন দ্রব্যে রুচি জন্মে, স্তনযুগল পীন ও তাতাদের মুখদ্বয় কৃষ্ণবর্ণ এবং তাহাতে দুগ্ধ-সঞ্চার হয়, তদ্ভিন্ন পরিপূর্ণ-গর্ভাবস্থায় পাদযুগলে শোথ ও আহা ১ । সদ্যোগৃহীত গর্ভায়াঃ লক্ষণানি— শ্রমোরানি পিপাসা সকৃথিসদন শুক্ৰশোণিতয়োরববন্ধঃ ক্ষুরণঞ্চৰোনে।" वट्टेॉक्रझलब्रम् ।