গর্ভিণী ব্যবহার-বিধি । <a☾ রের পর প্রায়ই অন্ন হইতে দেখা যায় এবং নানাবিধ দ্রব্যে অভিলাষ জন্মে | ১ গর্ভিণী-ব্যবহার-বিধি । গর্ভাবস্থায়,—যাহাতে চিত্তের উদ্বেগ, অশান্তি বা চাঞ্চল্য প্রভৃতি না ঘটে, এরূপ আচার ব্যবহার ; ভুক্ত-দ্রব্য অল্পকালের মধ্যে জীর্ণ হইয় সায়, তাদৃশ লঘু-পাক দ্রব্যাদি আহার করা কর্তব্য। যেহেতু অহিতকর আহার বিহার দি দ্বারা অকালে গর্ভের পতন হইতে পারে, এজনা শাস্ত্রকারগণ বলেন,— “গর্ভাবস্তাতে,—শোক, ক্রোধ, ভয়, উদ্বেগ, মল মূত্রাদির বেগ-ধারণ, ইচ্ছার অপূর্ণতা, উপবাস, পথশ্ৰম, অত্যন্ত তীক্ষ-উষ্ণ-বিষ্টন্তী ও গুরুপাক দ্রব্যাদি ভোজন, রক্ত বস্ত্র-পরিধান, গভীর গহবর বা কুপাদি নিরাক্ষণ, মদ্যপান, মাংসভক্ষণ, উত্তানভাবে ( চিৎ হুইয়া ) শয়ন প্রভূতি ও অদ্যান্ত যাবতীয় গভিণীর অনভিপ্রেত কৰ্ম্ম সকল পরিত্যাগ করা কৰ্ত্তবা । গভের অষ্টম মাস হইতে রক্ত-মোক্ষণ, বমন, বিরেচন, লস্তিগ্রহণ, স্বামি-সহবাস, পরিশ্রম, ভারবহন, গুরুভার বস্ত্রাদি দ্বারা শরীর আচ্ছাদন, দিবানিদ্রা, রাত্রি-জাগরণ, কঠিন ও অসম আসনে উপবেশন বা শয়ন প্রভৃতি ও গর্ভিণীর পরিত্যাগ করা উচিত। ২ ১ । "ক্ষমতা গরিমা কুক্ষেমুছ। ছর্দিররোচক । ভূক্ষাপ্রসেকঃ সদনং রোমরাজা প্রকাশনম্। অশ্লেষ্টত। স্তনে পীনে সস্তষ্ঠে কৃষ্ণচুচুকেী। পাদশোধো বিদাহেহন্নে শ্রদ্ধাশ্চ বিবিধায়কা: ॥” অষ্টাঙ্গহৃদয়ম্। “শোকক্রোধভয়োৰেগবেগশ্রদ্ধাবিধারণমূ। উপৰাসাধ্বতীক্ষোঞ্চগুরবিষ্টপ্তিভোজনম্।
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।