8 o প্রসূতিতন্ত্র। ধাতুর সহিত মিলিত হইলে গৰ্ভস্থসন্তান গেীর, পার্থিব ধাতুর সহিত মিলিত হইলে কৃষ্ণ, পার্থিব ও আকাশীয় ধাতুদ্বয় মিলিত হইলে ক্লষ্ণশুাম এবং জলীয় ও আকাশীয় এই দুই ধাতুর পরস্পর মিলনে গৌরশু্যাম বর্ণ হইয়া থাকে। ১ গর্ভস্থ-শিশুর অঙ্গাভিব্যক্তি । গৰ্ভস্থ শিশুর মস্তক বা অন্য কোন প্রত্যঙ্গ সৰ্ব্বপ্রথম গঠিত হইয়া অন্যান্য অংশ সকল তদনন্তর গঠিত হয় না। অতি তরুণ অবস্থা হইতেই গর্ভস্থ সস্তানের অঙ্গ প্রতাঙ্গ সকল যুগপৎ গঠিত হইয়া অব্যক্ত অবস্থায় অবস্থান করে ; কাল ক্রমে সেই সকলেরই সবিশেষ অভিব্যক্তি হইয়। থাকে মাত্র। যেমন, একটী অতি ক্ষুদ্র আম্র ফলে, প্রথমাবস্তায় তাঙ্গার অণশ শাস ও আঁটি প্রভৃতি কিছুষ্ট পৃথকরূপে প্রকাশ পায় না, কালাস্তরে সেই ক্ষুদ্র আমফল পরিপুষ্ট ও পরিপক্ক ই ইলে, যেমন তাহার প্রত্যেক অংশষ্ট সুস্পষ্টরূপে দেখিতে পাওয়া যায় ; সেইরূপ অতি স্বক্ষতা হেতু গর্ভস্তসস্তানেরও প্রথম অঙ্গ প্রতঙ্গ সকল পরিলক্ষিত হয় না ; কালক্রমে বৰ্দ্ধিত হইলে, সেই সকলই বিশিষ্টরূপে ও পৃথকৃ. ভালে প্রত্যক্ষ করিতে পারা যায় । ১ o গর্ভস্থ-শিশুর অঙ্গবিকৃতি । যদি পিতার লীজে কোন প্রকার দোষ থাকে অথবা গর্ভস্থজীবেরই স্বকীয় কৰ্ম্মের, চিত্তবৃত্তির বা কালের অথবা গর্ভিণীর আহার ও বিহারের ১ “তত্র তেজে ধাতুঃ সৰ্ব্ববর্ণনাং প্রভবঃ স যদ। গর্ভোৎপত্তাবপ্ৰধাতুপ্রায়ে ভবতি, তদ গৰ্ভং গৌর করেীতি। পৃথিবীধাতুপ্রায়ঃ কৃষ্ণং পৃথিব্যাকশধাতুপ্রায়ঃ কৃষ্ণশ্বামিং, তোয়াকশধাতুপ্রায়ঃ গৌরশ্যামং করেীতীতি।” সুশ্ৰুতসংহিতা । ág
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।