পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । সমগ্র আয়ুৰ্ব্বেদশাস্ত্র আটটী অঙ্গে বিভক্ত। সেই অঙ্গগুলির নাম,— *Tsū, (Surgery) offssoso (Diseases of the eye, ear, nose and throat) offsfoni (Practice of medicine) #sfaws. (Treatment of mental Diseases) cotto (Midwifery and Diseas of children) og (Toxicology) orth-so এবং বাজীকরণতন্ত্ৰ ; বৰ্ত্তমান সময়ে যেমন একটী বিশিষ্ট বিষয় অবলম্বন করির পশ্চাতা চিকিৎসকগণ কর্তৃক বহু গ্রন্থ রচিত হইয়াছে, তদ্রুপ প্রাচীনকালে আয়ুৰ্ব্বেদের ও একটী অঙ্গবিশেষ অবলম্বন করিয়া ভিন্ন ভিন্ন মহর্ষিগণ বহুসংখ্যক গ্ৰন্থরচনা করিয়াছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে সকল গ্রন্থ এথন বিলুপ্ত চষ্টয়া গিয়াছে। চরকসংহিতা, সুশ্ৰুতসংহিতা ও অষ্টাঙ্গঙ্গদয় প্রভৃতি যে কয় পানি মাত্র গ্রন্থ জীর্ণ-বিকল-দেহে অদ্যাপি আয়ুৰ্ব্বেদের স্মৃতিমন্দির স্বরূপ বিরাজ করিতেছে, ঐ সকল গ্রন্থের টীকাসমূহে আয়ুৰ্ব্বেদের প্রাচীনতম বিস্তুত ইতিহাসের কথঞ্চিৎ পরিচয় অবগত হওয়া যায়। অষ্টাঙ্গ-আয়ুৰ্ব্বেদের অন্যতম অঙ্গ কৌমারভূত্য । কুমার শব্দেব অর্থ বালক গর্ভাধান হইতে বালক যতদিন না চারিপাচ বৎসরের চয়, ততদিন Hর্যান্ত শিশুর এবং উহার জননীর স্বস্তবৃত্ত ও রোগ সকলের চিকিৎসা tয শাস্ত্রে বর্ণিত আছে, উহার নাম কৌমারভৃত্য। বৌদ্ধযুগের ইতিহাস সকল আলোচনা করিলে দেখাষায়,—রাজগৃহ "স্ট জীবৰগচাৰ্য্য কৌমারভৃত্যের একজন প্রধান আচার্য্য ছিলেন। পালি