পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায়। প্রতিমাসিক গভবিবরণ। প্রখম মাসে,—শুক্র ও শোণিত মিলিত হইয় গভর্ণশয়ে পিণ্ডাকারে অবস্থান করে। ঐ পিণ্ডাকৃতি শুক্ৰশোণিতের নাম কলল । ব্রিতীক্স মাসে০—কললের ভূতপরমাণু সমূহ বায়ু, পিত্ত ও কফ দ্বারা পচ্যমান হইয়া ঘনীভূত হয় । সেই ঘনীভূত পদার্থ শুক্রাধিক্য বশতঃ পিণ্ডাকারে পরিণত হইলে পুত্ৰ, আৰ্ত্তবাধিক্য বশতঃ পেশীর আকারে পরিণত হইল কন্যা এবং শুক্র ও শোণিতের সামাবস্থা হেতু অর্জুদের আকারে পরিণত হইলে নপুংসক জন্মগ্রহণ করে | ২ তুতীক্স মাসে,—হস্তদ্বয়, পদদ্বয় ও মস্তক,—এই পাঁচটা অঙ্গের জন্য পাচটী পিণ্ড ভ্রণদেহে প্রকাশ পায় এবং সুশ্নরূপে অঙ্গ প্রত্যঙ্গ বিভাগ প্রকটিত হইতে থাকে । ৩ চতুর্থ মাসে,—অঙ্গ প্রত্যঙ্গ সকল স্পষ্টরূপে প্রকাশিত হয় ১ । *প্রথমে মাসি কললং জায়ন্তে ।” ১ । “দ্বিতীয়ে শীতোষ্ণানিলৈরভিপ্রপচ্যমানানাং মহাভূতানাং সজাতো ঘন সঞ্জয়তে। যদি পিও পুমান স্ত্রীচেৎ পেশী, নপুংসক চেঞ্চদমিতি।” ৩। "তৃতীয়ে হস্তপাদশিরসাং পঞ্চ পিণ্ডক নিবৰ্ত্তস্তেহঙ্গপ্রত্যঙ্গবিভাগশ্চ হুন্নে৷ उठि ("P সুশ্ৰুতসংহিতা ।