পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গর্ভিণী-রোগাধিকার । 8% হইয়া থাকে। সেজন্য তাহাতে ওজোধাতু অর্থাৎ জীবনীশক্তি সঞ্চারিত হইয়া থাকে। কিন্তু সেই ওজোধাতু তখন সম্পূর্ণরূপে স্থিরতা প্রাপ্ত হয় না বলিয়া তৎকালে সস্তান ভূমিষ্ঠ হইলে, কদাচিৎ ওজোধাতুর অল্পতা বা অভাববশতঃ তাহার মৃত্যুও হইতে পারে। ১ নবম ও দশম মাসন,–সন্তান ভূমিষ্ঠ হইবার উপযুক্ত কাল। কদাচিং একাদশ ও দ্বাদশ মাসেও সন্তান প্রসব হইতে পারে ; ইহা অস্বাভাবিক নহে। অতঃপর গর্ভ স্থায়ী হইলে বিকৃতগর্ভ বলিয়া পরিগণিত হষ্টয়া থাকে। ২ গর্ভিণী- রোগাধিকার । -به---------------------------سسسسسر অনাগত-ব্যাধি-প্রতিষেধ । গর্ভের প্রথম মাস হইতে নবম মাস পর্য্যন্ত, যে সকল কৰ্ম্ম করিলে গর্ভিণীর কোন প্রকার রোগের সম্ভাবনা থাকে না এবং কটা, কুক্ষি, পাশ্ব ও পৃষ্ঠ কোমল থাকে, বায়ু প্ৰকুপিত হয় না, মল ও মুত্র প্রকৃতিস্ত থাকে ১ । “অষ্টমেহস্থিরীভবত্যোজঃ তত্র জাতশ্চেন্ন জীবেন্নিরোজস্বাৎ।" ২ । “নবমদশমৈকাদশদ্বাদশানামন্যতমস্মিন জায়তে। অতোহন্যথা বিকারী ভবতি ।” স্বপ্রতসংহিতা ।