8b" প্রসূতিতন্ত্র। এবং সহজে নিজ নিজ পথে উপস্থিত হয়, দেহের চৰ্ম্ম ও নখসকল কোমল থাকে, বল ও বর্ণ বৰ্দ্ধিত হয় এবং গর্ভিণী যথাকালে বিনাক্লেশে সৰ্ব্বগুণান্বিত সুখসম্পন্ন,প্রশস্ত সন্তান প্রসব করিতে পারে, সেই সকল ব্যবস্থা সৰ্ব্বপ্রথম লিখিত হইতেছে ॥১ প্রথম মাসেন,—যদি বুঝিতে পারাযায় যে, গর্ভসম্ভাবন হইয়াছে। তাহাহইলে গর্ভিণীকে উপযুক্ত পরিমাণে শীতল দুগ্ধ ও অভ্যাস মত আহারের ব্যবস্থা করিবে। ২ দ্বিতীীক্স মাসেন,—কাকোল্যাদি মধুরগণের সহিত দুগ্ধপাক করিয়া সেই দুগ্ধ, প্রতাহ পান করিতে দিবে। ৩ ( কাকোল্যাদিগণ যথা,—কাকোলী, ক্ষরিকাকোলী, মুগানা, নাষাণী গুলঞ্চ, কাকড়াশৃঙ্গী, বংশলোচন,পদ্মকাষ্ঠ,পুগুরিয়া, দ্রাক্ষা, জীবন্তী, যষ্টিমধু এবং জীবক, ঋষভক, মেদ, মহামেদা, ঋদ্ধি ও বৃদ্ধি, এই কয়টর অভাবে যথাক্রমে,–গুলঞ্চ, ভূমিকুমাও, অশ্বগন্ধা, অনন্তনুল, বেড়েলা ও গোরক্ষ চাকুলে । * পূৰ্ব্বোক্ত দ্রব্যগুলির মিলিত ওজন দুই তোল,একসের জলও একপোৱা দ্যন্ধে সিদ্ধ করিয়া একপোয়া থাকিতে নামাইয়া পান কবিতে দিবে।) ১। “যদিদং কৰ্ম্ম প্রথমমাসমুপাদায়োপদিষ্টমানবমীয়াসাং, ভেন গর্ভিণ্য গর্ভসময়ে গভর্ধারণে কুক্ষিকটাপার্শ্বপৃষ্ঠং মৃদু ভবতি, বাত-চানুলোমঃ সম্পদ্যন্তে, মূত্রপুরীৰে চ প্রকৃতিতুতে মুখেন মার্গমমুপদ্যেতে, চৰ্ম্মনথানি মাৰ্দবমুপযান্তি, বলবণে চোপচীয়েতে, পুত্ৰং জ্যেষ্ঠং সম্পদুপেতং সুখিনং স্বখেনৈৰ কালে প্রজায়তে।” ১।৩। “প্রথমে মাসে শঙ্কিত চেৎ গভর্মাপন্ন ক্ষীরমমুপস্কৃতং কালে পিবেং, সাত্ম্যঞ্চ ভোজনং সায়ং প্রাতশ্চ ভুঞ্জীত। দ্বিতীয়ে মাসে ক্ষীরমেব চ মধুরীষধসিদ্ধম্।” “কাকোলাগিণঃ-কাকোলীক্ষৗরকাকোলীজীবকর্ষভকমুদগপর্ণামাষপর্ণমেদামহামেদচ্ছিন্নরহাকর্কটগৃঙ্গীতুগাক্ষীরপষ্মকপ্রপৌণ্ডরিকর্দ্ধিবৃদ্ধিমৃদ্বীকার্জীবস্ত্যে মধুকঙ্কঞ্চেতি ।" স্বপ্রতসংহিতা। •
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।