গর্ভাবস্থায় রক্তস্ৰাব-প্রতীকার । @ S দ্রষ্টব্য) সহিত তৈলপাক করিয়া অনুবাসন (মলদ্বারে পিচকারী) দিবে এবং গর্ভাশয়ের ও প্রসব-দ্বারের মেহনার্থ পূৰ্ব্বোক্ত তৈলসিক্ত পিচু (তৃল ) অপত্যপথে প্রয়োগ করিবে ॥১ গর্ভাবস্থায় রক্তস্ৰাব-প্রতীকার । প্রথম মাসে,—যদি গর্ভিণীর রক্তস্রাব হইতে থাকে, তাহ হুইলে,—মষ্টমধু, শাকবীজ, ক্ষীরকাকোলী ও দেবদারু, এই সকল দ্রব্যের কাথের সহিত দুগ্ধ মিশাইয়া খাইতে দিবে। দ্বিতীৰ মাসেন9--রক্তস্রাব হইলে, আমরুল, কৃষ্ণতিল,মঞ্জিষ্ঠা ও শতমূলী, এইসকল দ্রব্যের কাথ দুগ্ধসহ খাইতে দিবে। তুতীক্স মাসে,—রক্তস্রাব হইলে,—পরগাছা, ক্ষীরকাকোলী উৎপল ও অনন্তমূল, এই সকল দ্রব্যের কাথের সহিত দুগ্ধ মিশাইয়া পান করিতে দিবে। চতুর্থ মাসেন9–রক্তস্রাব হইলে,—অনন্তমূল, শুামালতী, রাস্ন, বামুনহাট ও ঘষ্টিমধুর কাথের সহিত দুগ্ধ মিশাইয়া থাইতে দিবে। পঞ্চম মাসেন,—রক্তস্রাব হইলে,—বৃহতী,কণ্টকারী,গাম্ভারীফল, বটাদি ক্ষীরবৃক্ষের বল্কল ও শুঙ্গ, এইসকল দ্রব্যের কাথ চন্ধসহ পান করিতে দিবে। ভ্ৰষ্ঠ মাসেন9–রক্তস্রাব হইলে,—চাকুলে, বেড়েলা, সজিনাবীজ, গোকুর, যষ্ঠিমধু— ইহাদের কাখ দুগ্ধসহ পান করিতে দিবে। অনঞ্চম মাসেন9–রক্তস্রাব হইলে, পানিফল, মৃণাল, কিসমিসূ কেপ্তর ও ঘষ্ঠিমধু,—এইসকল দ্রব্যের সহিত দুগ্ধ পাক করিয়া খাইতে দিবে। ১ । “ নবমে থম্বেনাং মাসে মধুরেীযধসিদ্ধেন তৈলেনামুবাসয়েৎ । অতশ্চাস্তাস্তৈলং পিচুমিশ্রং যেনে প্রণয়েৎ গভর্যানমার্গস্নেহনার্থ।” চরকসংহিত৷
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।