●や প্রসূতিতন্ত্র। গর্ভিণীর জ্বর-চিকিৎসা । গর্ভিণীর জর বা অন্য কোনও প্রকার ব্যাধি উপস্থিত হইলে, বিশেষ বিবেচনার সহিত চিকিৎসা করা উচিত। যাহাতে গর্ভের কোনরূপ বাধা না জন্মায়, তাদৃশ মৃদু, মধুর, শিশির, মুখসেবা, মুকুমারপ্রায় ঔষধ ও অন্নপানাদির ব্যবস্থা করিবে। বমন, বিরেচন ও শিরোবিরেচন কদাচ প্রয়োগ করিবে না । ১ গর্ভিণীর জর নিবারণের জন্য যে সকল ঔষধের ব্যবস্থা এখানে লিখিত হইতেছে, সে সকল নিঃশঙ্কচিত্তে ব্যবহার করিতে পারা যায়। ইহাদের দ্বারা গর্ভহানির কোন প্রকার আশঙ্কা নাই। যষ্টিমধু, রক্তচন্দন, বেণারমূল, অনন্তমূল, পদ্মকাষ্ঠ, এই সকল দ্রব্য মোট দুই তোলা পরিমাণে লইয়া আধসের জলে সিদ্ধ করিয়া অাধপোয়। থাকিতে নামাইয়া ছাকিয়া চিনি ও মধুসহ পান করিতে দিবে। ইহা দ্বারা গর্ভিণীর জর শান্তি হয় ।২ রক্তচন্দন, অনন্তমূল, লোধ ও দ্রাক্ষ ইহাদের মিলিত ওজন দুই তোলা অর্থাৎ প্রত্যেক দ্রব্যটা আধতোলা পরিমাণে লইয়া আখসের জলে সিদ্ধ করিবে । শেষ আধপেয়া থাকিতে নামাইয়া ছাকিয়া সসিতঞ্চস্তস পিষ্ট ক্ষীরেণালোড পায়য়েৎ । দোষঞ্চ নাশয়েদেব শূলং গর্ভসমুদ্ভবম্।।” ভৈষজ্যরত্নাবলী ১ । “বাধাংশ্চাস্য। মৃদুমখুরশিশিরমুখস্থকুমারপ্রায়ৈরেীষধাহারোপচারেরপচরেৎ। ন চাস্য বমনবিরেচনশিরোবিরেচনানি প্রযোজয়েৎ I" চরকসংহিতা । ২ । "মধুকচন্দনোশীরশারিবাপদ্মপত্রকৈঃ। - শর্কর মধুসংযুক্তৈ: ক্যায়ে গভিণী হয়ে ।”
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।