g প্রস্থতিতন্ত্র ।نی\ কাকোলী, মুগানী, মাৰাণী, জীবন্তী ও যষ্টিমধু। তন্মধ্যে প্রথম চারিটার অভাবে,—গুলঞ্চ, ভূমিকুয়াও, অশ্বগন্ধা ও অনন্তমূল দিতে হইবে।) স্থানভ্রষ্ট গর্ভ। গর্ড স্থানভ্রষ্ট হইলে,—দাহ, পার্শ্বশূল, মলবদ্ধতা ও মূত্ররোধ হইয়া থাকে এবং গর্ভ ক্রমাগত একস্থান হইতে অন্যস্থানে গমন করিতে থাকিলে, গণ্ডিলীর কোষ্ঠদেশে বিক্ষোভ জন্মে। ইহাতে পূর্বোক্ত প্রকার স্নিগ্ধ ও শীতল ক্রিয়ার দ্বারা গর্ভিণীর পরিচর্য্যা করিবে।১ গর্ভে বেদন জন্মিলে, নাযাণী, মুগাণী, যষ্টিমধু, গোস্কুর ও কণ্টকারী, এই সকল দ্রব্যের সহিত দুগ্ধ পাক করিয়া চিনি ও মধুসঙ্গ পান করিতে দিবে।২ এতদ্ভিন্ন গর্ভিণীরোগাধিকারোক্ত বেদনা ও রক্তস্রাব নাশক ঔষধ সকলও প্রয়োগ করিবে । গর্ভিণীর প্রস্রাব বন্ধ হইলে, কুশ, কেশে, নল, উলুখড় ও ইক্ষু, ইহাদের মূল দুগ্ধের সহিত পাক করিয়া সেই দুগ্ধ পান করিতে দিবে এবং গর্ভিণীর মলবদ্ধত জন্মিলে,—শোধিত হি’, সচললবণ, রমুন ও বচ, এই সকল দ্রব্যের সহিত দুগ্ধ পাক করিয়া তাহা পান করিতে দিবে।৩ ১ । “প্রসংশমানে গর্ভে সদাহপার্শ্বপৃষ্টশূলাস্থগদরানাহমুত্রসঙ্গাঃ, স্থানাৎ স্থানঞ্চোপক্রীমতি গর্ভে কোষ্ঠে সংরস্তঃ । তত্র স্নিগ্ধশীতা: ক্রিয়াঃ ।” ২। "বেদনায়াং মহামহামপূকশ্বদংষ্ট্রাকণ্টকারিকাসিদ্ধং পর শর্করাক্ষেীতমিশ্ৰং পায়য়েৎ ।” r ৩ । “সূত্রসঙ্গে দর্জাম্বিসিদ্ধম.। জানাহে হিন্ধু গেবঢ়ললণ্ডনবগসিদ্ধম"। - - স্বপ্রতসংহিতা ।
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।