পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

속e প্রসূতিতন্ত্র। বা কুজো হইতে পারে অথবা সস্তানের মুখ বাকিয়া যাইতে পারে কিংবা মাথায় আঘাত লাগিতে পারে অথবা সস্তানের অন্য কোনও অঙ্গের বিকৃতি কিংবা শ্বাস কাসাদি রোগ জন্মিতে পারে। ১ অষ্টাদশ অধ্যায় মূঢ়গর্ভ । যদি গর্ভিণী বিনা বাধায় আপনা হইতেই প্রসব করে, তাহা হইলে তাহাকে স্বাভাবিক প্রসব বলে। আর যদি গর্ভস্থ সন্তান প্রসবকালে অপত্য-পথে আসিয়া বিকৃত ভালে অবরুদ্ধ হইয়া যায়, তবে তাহাকে মূঢ়গর্ভ বলে। প্রসবকালে বায়ু প্ৰকুপিত হইয়া অপত্যপথ পীড়ন করিলে নানা প্রকারে সস্তানের গতিরোধ হইতে পারে। তন্মধ্যে যে আট প্রকার গতি সাধারণতঃ হইয়া থাকে, সেই সকল এই স্থানে বর্ণিত হইতেছে। ২ ১। “অকালপ্রবাহণাৎ বধিরং মুকং ব্যস্তহমুং মুৰ্দ্ধাভিযাতিনং স্বাসকাসশেষোপদ্রুত কুজং বিকটং বা জনয়তি ।” সুশ্ৰতসংহিত । , ২। “স যদ। বিগুণানিলপ্রপীড়িতমপতাপখমনেকধ প্রতিপদ্যতে তদা সংখ্যা হয়তে। তত্ৰ সমাসেন অষ্টবিধ মূঢ়গভর্গতিরুদ্দিষ্টা।” -