পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূঢ়গর্ভ। ማ> ১ । কোনও স্থলে প্রসবকালে গর্ভস্থ শি গুর উরুদ্বয় সৰ্ব্বপ্রথমে প্রসবপথে আসিয়া উপস্থিত হয় । ২ । কখনও বা একটী মাত্র উরু বক্রভাবে বহির্গত হয়, অপরটা গর্ভমধ্যে অবরুদ্ধ থাকে। ৩। কখনও বা উরুদ্বয় ও অন্যান্য শরীর বক্রভাবে গভর্মধ্যে অবরুদ্ধ হইয়া গেলে, কেবল নিতম্ব প্রদেশ তিৰ্য্যগভাবে আসিয়া প্রসবারে উপস্থিত হয়। ৪। কখনও বা উদর, পাশ্ব অথবা পৃষ্ঠদেশ সৰ্ব্বপ্রথম আসিয়া প্রসবপথ অবরুদ্ধ করিয়া থাকে। ৫ । কখনও বা পাশ্ব ভাবে অবস্থান করার জন্য, শিশুর সমগ্র দেহ গৰ্ভমধ্যে অবস্থান করে ও কেবল একটী বাছ প্রথমে বহির্গত হইয়া থাকে। ৬। কখনও বা প্রথমে শিশুর হস্তদ্বয় বহির্গত হয় এবং তন্মধ্যে মস্তকও আসিয়া অবনত ভাবে অবস্থান কবে । ৭ । কখনও বা হস্তদ্বয় ও পদদ্বয় এবং তন্মধ্যে মস্তকও আসিয়া প্রসবপথে অবরুদ্ধ হইয়া যায়, কেবল দেহের অবশিষ্টাংশ বক্রভাবে গর্ভমধ্যে অবস্থান করে । ৮। কখনও বা শিশুর একটী পদ প্রসব দ্বারে আসিয়া বহির্গত হয় এবং অপর পদটা মলদ্বারের দিকে গিয়া আবদ্ধ হইয়া যায়। “তত্র কশ্চিন্দ্বাভ্যাংসকৃথিভ্যাং যোনিমুখং প্রতিপদ্যতে। কশ্চিদাভুগ্নৈকসক্খিয়েকেন। কশ্চিদাভূয়সক্ধিশরীর স্কিক্দেশেন তিৰ্য্যগাগতঃ । কশ্চিভূদরঃ পার্শ্বপৃষ্ঠানামন্যতমেন যোনিদ্বারং পিধারাবতিষ্ঠতে। অন্তঃপার্শ্বীপবৃত্তশিরাং কশ্চিদেকেন বাছনা। কশ্চিমাঞ্চুঃশিরা বাহৰয়েন। কশ্চিদাভুগ্রমধ্যে হস্তপাদশিরোভিঃ। কশ্চি দেকেন সাধু ৰোনিমুখমতিপ্রতিপদ্যতে, অপরেশ পায়ুমিতাষ্টধা মূঢ়গভর্গতিরদিষ্ট সমাসেন " সুশ্ৰুতসংহিতা ।