পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূঢ়গর্ভ-প্রতীকার। סף শয়ন করাইবে এবং পদ অল্প বক্রভাবে সঙ্কুচিত করাষ্টয়া কটর নিম্ন দেশে একটী বস্ত্রাধার কিম্বা বালিশ দিয়া কটদেশ উন্নত করিয়া রাখিবে। তারপর,—ধন্বনবৃক্ষের রস, গিরিমৃত্তিকা ও শান্মণীরস এবং স্থত, একত্র মিশ্রিত করিয়া হাতে মাখাইবে ও সেই হস্ত প্রসবপথে প্রবেশ করাইয়া দিয়া সস্তান বাহির করিবে। ১ গর্ভস্থ সন্তানের প্রথমে পদদ্বয় বহির্গত হইলে, নীচের দিকে ধীরে ধীরে টানিয়া শিশুকে প্রসব করাইতে হয় এবং একটী পদ বাহির হইলে অপর পদটাও প্রসারিত করিয়া আকর্ষণ পূৰ্ব্বক বাহির করিতে হয়। কেবল নিতম্বদেশ বাহির হইলে, সেই নিতম্বদেশ উদ্ধৃদিকে ঠেলিয়া দিয়া পদদ্বয় প্রসারণ পূৰ্ব্বক শিশুকে বাছির করিতে হয়। শিশু অর্গলের (হুড়কার ) ন্যায় বক্রভাবে প্রসব পথে আবদ্ধ হইলে, উচ্চার পশ্চাদভাগ অর্থাৎ পায়ের দিক্‌ উদ্ধদিকে ঠেলিয়া দিয়া মস্তকের দিকূট প্রসবপথে সরল ভাবে আনিয়া নিষ্কাষণ করিবে । শিশুর মস্তক পাশ্বদেশে অপ্রবর্তিত ভাবে থাকিয়া স্কন্ধদেশ প্রসব পথে আসিয়া উপস্থিত হইলে, উহার স্কন্ধদেশ উদ্ধে ঠেলিয়া দিয়া মস্তক প্রসবপথে আনিয়া বাহির করিবে । যদি বাহুদ্বয় প্রথমে প্রসব দ্বারে আসিয়া উপস্থিত হয়,তাহ হইলে স্কন্ধদেশ উদ্ধৃদিকে তুলিয়া দিয়া মস্তকটকে প্রসবপথে আনিয়া বাহির করিবে। ২ ১। "উত্তানায় আভু্যাসকৃথ্য বস্ত্রাধারকোন্নমিতকট্য। ধন্বননগমুত্তিকৗশাম্মলারসমুংস্নবৃতাভ্যাং স্ত্রক্ষয়িত্ব হস্তং যেনে প্রবেশ্য গভমুপহরেৎ ।” . ২ । “তত্র সকৃথিভ্যামাগতমলুলোমমেবাঞ্ছেং। একসকৃষ্ণু প্রপন্নস্যেতরসক্ধিপ্রসাধ্যাপহরেৎ। ফিগ দেশেনাগতস্ত ফিগ দেশং প্রপীডোৰ্বমুৎক্ষিপ্য সকৃথিনীপ্রসার্য্যা পহরেৎ তিৰ্য্যগাগতস্য পরিঘস্যেব তিরস্টীলস্য পশ্চাদ্ধমূৰ্বমুৎক্ষিপ্য পূৰ্ব্বামপত্যপথং প্রত্যার্জবমানীয়াপছরেৎ। পার্শ্বীপবৃত্তশিরসমসং প্রপীড্যোৰ্থমুংক্ষিপ শিরোহপত্যপথমানীয়াপহরেং । বাহুদ্বয়প্রতিপন্নস্যোৰ্বমুৎপীড়াংসৌ শিরোহমুলোমমানীয়াপহরেৎ ।” সুশ্ৰুতসংহিতা ।