পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃতগর্ভ-প্রতিকার। ዓ¢ যোনি, যকৃৎ, প্লীহা, অন্ত্রবিবর ও গর্ভাশয়ের মধ্যে কেবল স্পর্শ দ্বারাই কৰ্ম্ম সম্পাদন করিতে হয়। ছেদন, ভেদন, পীড়ন, ঋজুকরণ ও দারণাদি কার্য্যে গর্ভ বা গর্ভিণীর বিশেষ অনিষ্টের সম্ভাবনা। অতএব গর্ভিণীর অভিভাবকের অনুমতি লইয়া তাদৃশ কার্য্যে বিশেষ যত্নের সহিত প্রবৃত্ত হইতে হয়। ১ প্রসব-কাৰ্য্যে প্রথমতঃ বিশেষ মনোযোগের সহিত পরীক্ষা করা উচিত যে, সন্তান জীবিত আছে কি না। সস্তান জীবিত থাকিলে, কদাচ অস্ত্র প্রয়োগ করিবে না। কারণ তাহাতে গর্ভিণী ও সন্তান উভয়েরই মৃত্যু হইতে পারে | ২ গৰ্ভমধ্যে সন্তানের মৃত্যু ঘটিলে, কাল বিলম্ব না করিয়া সন্তানকে বাহির করিয়া ফেলা উচিত। যদি সস্তান স্বাভাবিক ভাবে প্রসবদ্বারে আসিয়া উপস্থিত হয়, তাহা হইলে তাহাকে সরল ভাবে প্রসব করাইতে চেষ্টা করিবে। আর যদি সন্তান মূঢ়গর্ভের-গতির দ্যায় আসিয়া অপত্যপথে অবরুদ্ধ হইয়া থাকে, তাহা হইলে পূৰ্ব্বোক্ত মূঢ়গর্ভ প্রতীকারের উপায় অবলম্বন করিয়া সন্তান প্রসব করাইবে। যদি তাদৃশ প্রক্রিয়ায় সস্তান প্রসব করান অসম্ভব হয়, তবেই অস্ত্রের দ্বারা সন্তানের অঙ্গচ্ছেদন করিয়া বাহির করিবে । ৩ ১। “নাতঃ কষ্টতমমন্তি যথা মূঢ়গৰ্ভশালোন্ধিরণম্। অত্র হি যোনিযকৃৎপ্লীহান্থবিবরগর্ভাশয়ানাং মধ্যে কৰ্ম্ম কৰ্ত্তব্যং স্পশেন ৷ + + + + ছেদনভেদনপীড়নৰ্জ্জুকরণদারণানি চৈকহস্তেন গর্ভং গর্ভিণী বা হিংসত। তন্মাদধিপতিমাপৃচ্ছ পরঞ্চ যত্নমান্থয়োপক্রমেত।” २ । “नc5उनशं* *८कुं★ म सन्यैश्न ब्रिध्न९ । । দার্য্যমাণো হি জননীমান্মানঞ্চৈব ঘাতয়েৎ ॥ ৩ । “এবমশক্যে শস্ত্রমবচারয়েৎ |" সুশ্ৰুগুসংহিতা ।