পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭ প্রসূতি-তন্ত্র। মৃত সস্তানকে ছেদন করিয়া বাহির করিতে হইলে, গর্ভিণীকে আশ্বাস প্রদান করিরা মওলাগ্র বা অঙ্গুলিশস্ত্র দ্বারা সৰ্ব্বপ্রথমে সন্তানের মস্তক বিদীর্ণ করিবে এবং আকর্ষণী দ্বারা খণ্ড খণ্ড খপরগুলি বাহির করিয়া পরে লক্ষ; অথবা কক্ষদেশ ধরিয়া টানিয়া বাহির করিবে। ১ যদি মস্তক বিদীর্ণ করিতে না পারা যায়, তাহা হইলে অক্ষিকূট বা গণ্ডদেশ ধরিযা টানিয়া বাহির করিবে । ২ গর্ভস্থ সন্তানের স্কন্ধদেশ অবরুদ্ধ হইলে, সেই স্কন্ধলগ্ন বাহু ছেদন করিয়া বাহির করিবে । ৩ সস্তানের উদর বায়ুপূর্ণ হইয়া ভিস্তিরমত অত্যন্ত স্ফীত হইলে, তাহা চিরিয়া অস্ত্র সকল প্রথমে বাছির করিয়া ফেলিবে। তাহাতে শিশুদেহ শিথিল হষ্টয়া পরিলে, অনায়াসে শিশুকে বাহির করা যাইতে পারিবে। ৪ জঘনদেশ দ্বারা প্রসবপথ অবরুদ্ধ চক্টলে জঘন-দেশের অস্থিখও সকল ছেদন করিয়া বাহির করিবে । ৫ গর্ভস্থ শিশুর যে যে অঙ্গ প্রসবপথে অবরুদ্ধ হইয়া থাকিবে, প্রথমতঃ সেই সেই অঙ্গচ্ছেদন করিয়া সম্পূর্ণরূপে শিশুটকে বাহির করিয়া ফেলিবে এবং যত্নপুৰ্ব্বক প্রস্তুতিকে রক্ষা করিবে । বায়ুর প্রকোপবশতঃ গর্ভের নানাবিধ গতি হইয়া থাকে। এইরূপ অবস্থায় বিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক চিকিৎসা করান উচিত। মৃতগর্ভকে ১- । “তত্ৰ স্ক্রিয়মাশ্বাস্য মণ্ডলীগ্রেধাজুলীশন্ত্রেণ বা শিরো বিদাৰ্য্য শিরঃকপালান্যাহৃত্য শকুন গৃহীত্বোরসি কক্ষীরাং বাপহুরেং। অভিয়ে শিরসি চাক্ষিকূটে গণ্ডে বা, অংসসংসজস্তাসদেশে বাহুং ছিত্বা,দৃতিমিবাততং বাতপূর্ণোদয়ং বা বিদাধ্য নিরস্যফুণি শিখিলীভুতমাহরেৎ । জগনসক্তস্য বা জঘনকপালানীতি।” স্থপ্রতসংহিতা।