পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রসবানন্তর-কৰ্ত্তব্য । ԳՏ মূঢ়গর্ভাদি নানাবিধ উপসর্গের দ্বারা যদি গর্ভিণীর স্বাভাবিক প্রসবে বাধা জন্মে ; তাহা হইলে,—পিপুল এবং বচ, জলে পেষণ করিয়া এরও তৈলের সহিত নাভিতে প্রলেপ দিলে, অনায়াসে প্রসব হইয়া থাকে। ১০ গর্ভসঙ্গ হইলে অর্থাৎ সহজে প্রসব না হইলে,—কৃষ্ণসপের খোলস বা ময়না বৃক্ষ দগ্ধ করিয়া প্রসব দ্বারে ধূমপ্রয়োগ করিবে অথবা বিষলাঙ্গলিয়, অতসী ও বিশল্যার মূল, গর্ভিনীর হস্তে ও পদে বাধিয়া দিলে নিৰ্ব্বিঘ্নে প্রসব হইয়া থাকে। ১১ معیت ー一; a <一ー বিংশ অধ্যায় আমরাপতন অমরার প্রচলিত নাম “ফুল”। প্রসবের অব্যবহিত পরেই ফুল পড়িয়াছে কি না, লক্ষ্য করা একান্ত আবশ্যক। যদি ফুল পড়িয়া থাকে, ১• । "কৃষ্ণ বচা চাপি জলেন পিষ্ট সৈরণ্ডতৈল খলু নাভিলেপাত । সুখং প্রভূতিং কুরুতেহঙ্গনানাং নিপীড়িতনাং বহুভি: প্রমাদৈঃ " ভাবপ্রকাশ । ১১ । “গর্ভসঙ্গেতু যোনিং ধূপয়েং কৃষ্ণসপনিৰ্ম্মোকেণ পিঞ্জীতকেন বা । বীয়দ্ধিহরণ্যপুপীমূলং হস্তপাদয়ে ধরিয়েৎ স্ববর্চলাং বিশল্যাং ব৷” সুশ্ৰুতসংহিত ।