এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রহাসিনী
সার্থক হতে চাও জীবনে,
কী শহরে, কী বনে,
পাঠ লহো প্রয়োজনসিদ্ধের
বিরক্ত করবার অদম্য বিদ্যের-
নিত্য কানের কাছে ভনভন ভনভন
লুব্ধের অপ্রতিহত অবলম্বন॥
উদয়ন। শান্তিনিকেতন
- ২২ ফেব্রুয়ারি ১৯৪০
- [৯ ফাল্গুন ১৩৪৬]
১০০