এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধ্যানভঙ্গ
ধাক্কা মারেন সেক্রেটরি, নয় মেনকা-রস্তা-
রিয়লিসটিক আধুনিকের এইমতোই ধরম বা।
ধ্যান খোয়াতে রাজি আছি দেবতা যদি চান তা—
সুধাকান্ত না পাঠিয়ে পাঠান সুধাকান্ত।
কিন্তু, জানি, ঘটবে না তা, আছেন অনিল চন্দ-
ইন্দ্রদেবের বাঁকা মেজাজ, আমার ভাগ্য মন্দ।
সইতে হবে স্থূলহস্ত-অবলেপের দুঃখ,
কলিযুগের চাল-চলনটা একটুও নয় সূক্ষ্ম॥
[১৫ পৌষ ১৩৪৫]
১০৩