গ্রন্থপরিচয় ১৩৪৫ পৌষে প্ৰহাসিনী কাব্যের প্রথম প্রচার। ১৩৫২ পৌষের সংস্করণে এক দিকে যেমন খাপছাড়া পর্যায়ের তিনটি কবিতা বাদ দেওয়া হয় তেমনি সংযোজন-অংশে সংকলন করা হয় চোঁদটি নূতন কবিতা । বিশ্বভারতী-কর্তৃক প্রকাশিত রবীন্দ্র-রচনাবলীর ত্রয়োবিংশ খণ্ডে প্রহাসিনী-সংকলনকালে ( ১৩৫৪ আশ্বিন ), প্রহাসিনীর নূতন সংস্করণেরই অনুসরণ করা হয়, অধিকন্তু সংযোজনঅংশে স্থান পায় আরো সাতটি নূতন কবিতা এবং বিস্তারিত গ্রন্থপরিচয়ের মধ্যে বিভিন্ন প্রসঙ্গ-স্বত্রে অগ্রথিতপূর্ব আরো দুইটি । প্ৰহাসিনীর বর্তমান সংস্করণে এই পর্যায়ের রচনা-সংকলন আরো পূর্ণাঙ্গ করার চেষ্টা করা হইয়াছে ; ফলে রবীন্দ্র-রচনাবলীর অতিরিক্ত রবীন্দ্রনাথ-রচিত স্মিত কৌতুক-রসের আরো সাতটি কবিতা সংযোজনে ও নূতন গ্রন্থপরিচয়ে সহজেই স্থান লইয়াছে। কবিতাগুলির সন্নিবেশ-ক্রমে একটি সামগ্রিক তালিকা দিলেই ইহা স্পষ্ট হইবে । ইতঃপূর্বে সাময়িক পত্রে প্রচার হইয়া থাকিলে পৃষ্ঠাঙ্কসহ তাহারও বিশদ উল্লেখ থাকিবে ।— ১ প্রবেশক : ধূমকেতু মাঝে মাঝে” ২ আধুনিক প্রবাসী । ১৩৪১ চৈত্র পৃ. ৮৩• ৩ নারীপ্রগতি বিচিত্রা । ১৩৪১ মাঘ পৃ. ১ ৪ রঙ্গ বঙ্গলক্ষ্মী। ১৩৪২ কার্তিক পৃ. ৪২১ ৫ পরিণয়মঙ্গল বিচিত্রা । ১৩৪২ চৈত্র পৃ. ৫৬৩ • প্রহাসিনীর প্রথম প্রচার-সময়ে বর্তমান তালিকা-ধৃত চতুর্দশ ও পঞ্চদশ সংখ্যার অন্তরনিবিষ্ট ছিল এই তিনটি “খাপছাড়া’ কবিতা— ১. পাবনায় বাড়ি হবে । দ্রষ্টব্য প্রচল খাপছাড়া গ্রন্থে : সংযোজন-১ ২. বালিশ নেই সে ঘুমোতে যায় } প্রচল চিত্রবিচিত্র গ্রন্থের অঙ্গীভূত ৩. পাচ দিন ভাত নেই છે ૨ ગ
পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।