গ্রন্থপরিচয় বলচে ঐ দিনটাকে তারা দখল করতে চায়। প্রত্যুত্তরে আমি বলচি এই রকম আনুষ্ঠানিক সমারোহে নিকট আত্মীয়ের চেয়ে দূরের লোকের দাবী বেশী । কিন্তু দূরের লোক যদি দূরতম হয় তাহলে কী জবাব দেওয়া কৰ্ত্তব্য ভেবে পাচ্চিনে । এরা যখন শুনবে জয়ন্তী-উৎসবটা ষোলো-আনাই ফাকি তখন আমার মুখ লাল হয়ে উঠবে। ইতি ৩ মে ১৯৩৬ [ ২০ বৈশাখ ১৩৪৩ ] কবি ‘P.E.N. ক্লাবের বঙ্গীয় শাখা কর্তৃক কবির জন্মদিন উপলক্ষে উক্ত সম্বর্ধনাসভা যথাকালে হয় নির্মলকুমারী ও অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশের বরানগরের বাড়িতে, এ কথার উল্লেখ দেখি শ্ৰীপ্রভাতকুমার মুখোপাধ্যায়-প্রণীত রবীন্দ্রজীবনীর চতুর্থ খণ্ডে (অগ্রহায়ণ ১৩৭১ ) পৃ. ৬• । প্রা সঙ্গি ক ক বি তা ( মূলানুগ উদ্ধৃতি ) কবিসম্বর্ধন-উপলক্ষ্যে পি ই এন সমিতির সম্পাদকের প্রতি দায়ভারগ্রস্তা বরাহনাগরিকার প্রশস্তিবাদ মৎস্যের তৈলেই মৎস্যের ভর্জন, সংক্ষেপে শস্তায় দায়ভার-বর্জন । গ্রামোফোনে তুলে নিয়ে সিংহের গর্জন সিংহেরষ্ট কানে ফুকে গৌরব-অর্জন । শুধু সাড়া দেয় তব নাসিকার তর্জন, শুধু চিঠি সই ক’রে লজ্জা-বিসর্জন । У о X 8 (?
পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।