পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিণয়মঙ্গল

বই-কেনা শখটারে দিয়ো নাকে। প্রশ্রয়;
ধার নিয়ে ফিরিয়ো না, তাতে নাহি দোষ রয়।
বোঝ আর না-ই বোঝ কাছে রেখো গীতা-টি,
মাঝে মাঝে উলটিয়ো মনুসংহিতাটি;
‘স্ত্রী স্বামীর ছায়াসম' মনে যেন হোঁশ রয়॥


যদি কোনো শুভদিনে ভর্তা না ভৎসে,
বেশি ব্যয় হয়ে পড়ে পাকা রুই মৎস্যে,
কালিয়ার সৌরভে প্রাণ যবে উতলায়,
ভোজনে দুজনে শুধু বসিবে কি দু’তলায়।
লোভী এ কবির নাম মনে রেখো, বৎসে॥


দ্রুত উন্নতিবেগে স্বামীর অদৃষ্ট
দারোগাগিরিতে এসে শেষে পাক্ ইষ্ট।
বহু পুণ্যের ফল যদি তার থাকে রে,
রায়বাহাদুর-খ্যাতি পাবে তবে আখেরে;
তার পরে আরো কী বা রবে অবশিষ্ট॥

প্রয়াগ

ফেব্রুয়ারি ১৯৩৫

[২৭ মাঘ ১৩৪১]

২৫