পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গর-ঠিকানি


তাই তাে ক্লান্তি
প্রকাশ করি নে কভু

কিন্তু একটা
কথায় লেগেছে ধোঁকা,
কবি বলেই কি
আমারে পেয়েছ বােকা।
নানা উৎপাত
করে বটে নানা লােকে,
সহ্য তাে করি
পষ্ট দেখেছ চোখে-
সেই কারণেই
তুমি থাকো দূরে দূরে,
বলেছ সে কথা
অতি সকরুণ সুরে।
বেশ জানি, তুমি
জানাে এটা নিশ্চয়-
উৎপাত সে যে
নানা রকমের হয়।
কবিদের 'পরে
দয়া করেছেন বিধি-

৩৭