এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রহাসিনী
মিষ্টি মুখের
উৎপাত আনে দিদি।
চাটু বচনের
মিষ্টি রচন জানে;
ক্ষীরে সরে কেউ
মিষ্টি বানিয়ে আনে।
কোকিলকণ্ঠে।
কেউ বা কলহ করে;
কেউ বা ভােলায়
গানের তানের স্বরে।
তাই ভাবি, বিধি
যদি দরদের ভুলে
এ উৎপাতের
বরাদ্দ দেন তুলে,
শুকনাে প্রাণটা
মহা উৎপাত হবে।
উপমা লাগিয়ে
কথাটা বােঝাই তবে।—
সামনে দেখো-না
পাহাড়, শাবল ঠুকে
ইলেকট্রিকের
খোঁটা পোঁতে তার বুকে;
৩৮