পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গর-ঠিকানি


ঢাকা খুলে বলা
সে কেবল বাচালতা।
এই তাে দেখাে-না
নাম-ঢাকা তব নাম;
নামজাদা খ্যাতি
ছাপিয়ে যে ওর দাম।


এই দেখাে দেখি,
ভারতীর ছল কী এ।
বকা ভালাে নয়,
এ কথা বােঝাতে গিয়ে
খাতাখানা জুড়ে
বকুনি যা হল জমা
আর্টের দেবী।
করিবে কি তারে ক্ষমা।
সত্য কথাটা
উচিত কবুল করা-
রব যে উঠেছে
রবিরে ধরেছে জরা,
তারই প্রতিবাদ
করি এই তাল ঠুকে;

৪১