পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রহাসিনী

মতলব করি মনে মনে,
খাতা থাক্ টেবিলের কোণে;
বনমালী কো-অপেতে গেলে
টফি-চকোলেট যদি মেলে
কোনোমতে তবে অন্তত
মান রবে আজকের মতো
ছ বছর পরে নিয়ো খাতা,
পোকায় না কাটে যদি পাতা॥

শান্তিনিকেতন

১ পৌষ ১৩৪৫

৫৬