এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রহাসিনী
ভুলেছ ভুলেছ কক্ষ,
দূরবীন ভ্রষ্টলক্ষ্য,
কোথা হতে কোথায় পতন।
ত্যজি দীপ্ত ছায়াপথে
পড়িয়াছ কায়াপথে—
মেদ-মাংস-মজ্জা-নিকেতন॥
বিধি বড়াে অনুকূল,
মাঝে মাঝে হয় ভুল,
ভুল থাক্ জন্ম জন্ম বেঁচে-
তবু তত ক্ষণেক-তরে
ধূলিময় খেলাঘরে
মাঝে মাঝে দেখা দাও কেঁচে
তুমি অদ্য কাশীবাসী,
সম্প্রতি লয়েছ আসি
বাবা ভােলানাথের শরণ;
দিব্য নেশা জমে ওঠে,
দু বেলা প্রসাদ জোটে,
বিধিমতে ধূমােপকরণ।
জেগে উঠে মহানন্দ,
খুলে যায় ছন্দোবন্ধ,
ছুটে যায় পেন্সিল উদ্দাম-
৭০