এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র
পরিপূর্ণ ভাবভরে
লেফাফা ফাটিয়া পড়ে,
বেড়ে যায় ইস্টাম্পের দাম।
আমার সে কর্ম নাস্তি,
দারুণ দৈবের শাস্তি,
শ্লেষ্ম-দেবী চেপেছেন বক্ষে-
সহজেই দম কম,
তাহে লাগাইলে দম
কিছুতে রবে না আর রক্ষে।
নাহি গান, নাহি বাঁশি,
দিনরাত্রি শুধু কাশি,
ছন্দ তাল কিছু নাহি তাহে;
নবরস কবিত্বের
চিত্তে জমা ছিল ঢের,
বহে গেল সর্দির প্রবাহে।
অতএব নমােনম,
অধম অক্ষমে ক্ষম,
ভঙ্গ আমি দিমু ছন্দরণে-
মগধে কলিঙ্গে গৌড়ে
কল্পনার ঘােড়দৌড়ে
কে বলল পারিবে তােমা-সনে॥
- বনক্ষেত্র। শিমলাশৈল
শনিবার (১১ অগ্রহায়ণ ১৩০০]৭১