পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
এপ্রিলের ফুল

বিপাকের সেতু একা
নহে তরিবার—
পাশে এসে ধরো হাত,
জোড়ে হব পার।

[১৩২০? চৈত্র]

শ্রীমতী নলিনী দেবীর প্রেরিত স-পুষ্প কৌতুককবিতার উত্তরে।
৭৫