এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চাতক
কী রসসুধা-বরষাদানে মাতিল সুধাকর
তিব্বতীয় শাস্ত্রগিরিশিরে!
তিয়াষিদল সহসা এত সাহসে করি ভর
কী আশা নিয়ে বিধুরে আজি ঘিরে!
পাণিনিরসপানের বেলা দিয়েছে এরা ফাঁকি,
অমরকোষ-ভ্রমর এরা নহে।
নহে তো কেহ সারস্বতরস-সারস পাখি,
গৌড়পাদ-পাদপে নাহি রহে।
অনুস্বরে ধনুঃশর-টঙ্কারের সাড়া
শঙ্কা করি দূরে দূরেই ফেরে।
শঙ্কর-আতঙ্কে এরা পালায় বাসা-ছাড়া,
পালি ভাষায় শাসায় ভীরুদেরে।
চা-রসঘন-শ্রাবণধারা-প্লাবন-লোভাতুর
কলাসদনে চাতক ছিল এরা,
সহসা আজি কৌমুদীতে পেয়েছে এ কী সুর-
চকোরবেশে বিধুরে কেন ঘেরা॥
[চৈত্র ১৩৩১]
পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী মহাশয়ের নিমন্ত্রণে শান্তিনিকেতন-চা-চক্রে আহুত অতিথিগণের উদ্দেশে।
৭৯