এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নামকরণ
বিধাতার অভিশাপে
ঘুরে মরে ঝোপে-ঝাপে,
স্বভাবটা যার বদখেয়ালি,
খ্যাঁক খ্যাঁক্ করে মিছে,
সব-তাতে দাঁত খিঁচে,
তারে নাম দিব খ্যাঁকশেয়ালি॥
দিন-খাটুনির শেষে
বৈকালে ঘরে এসে
আরাম-কেদারা যদি মেলে—
গল্পটি মনগড়া,
কিছু বা কবিতা পড়া,
সময়টা যায় হেসে খেলে—
দিয়ে জুঁই বেল জবা
সাজানো সুহৃদ সভা,
আলাপ-প্রলাপ চলে দেদারই—
ঠিক সুরে তার বাঁধা,
মুলতানে তান সাধা,
নাম দিতে পারি তবে কেদারি॥
- শান্তিনিকেতন
- ৭ মার্চ ১৯৩৯
[২৩ ফাল্গুন ১৩৪৫]
৮৯