পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখবন্ধ। স্বৰ্গীয় মহোদয় হেমেন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান শাস্ত্রেব অবশু-জ্ঞাতব্য স্থল কথাগুলি অবলম্বন করিয়া কতকগুলি প্রস্তাব লিথিয়াছিলেন ; তন্মধ্যে কতকগুলি এই গ্রন্থে প্রথম প্রকাশিত হইল। গ্রন্থকার স্বয়ং ইহা প্রকাশ করিলে অনেক স্থলে হয় ত পরিবর্দ্ধিত ও পরিবর্তিত করিতেন। স্বৰ্গীয় মহোদয়ের কৃতী পুত্র আমার পরমশ্রদ্ধেয় বন্ধু শ্ৰীযুক্ত ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর মহাশয় এই রচনাগুলির সাহিত্যমধ্যে স্থায়িত্ব-প্রদান বাঞ্ছা করিয়া আমাকে দেখিবার.জন্ত অমুরোধ করেন ; এবং আমার প্রতি সামুগ্রহ শ্রদ্ধাপরবশ হইয়া রচনাগুলির সংশোধন ও পরিবর্তনের জন্ত সম্পূর্ণ ক্ষমতা অর্পণ করেন । কিন্তু কয়েকটি কারণে সেই ক্ষমতার প্রয়োগে আমাকে বিশেষ সংঙ্কোচ বোধ করিতে হুইয়াছে। একটা কারণ, পরলোকগত লেগ্নকের রচনায় হস্তক্ষেপে অপরের কতটা অধিকার আছে, তাহার নিরূপণ দুরূহ। আর একটা কারণ, অামার কৃত কার্য্যের বা অকাৰ্য্যের জন্য পাঠক হয় ত লেখককে দায়ী করিতে পারেন, এই আশঙ্কা । এরূপ স্থলে দায়িত্ব বড় গুরুতর ; কিন্তু সৌভাগ্যক্রমে আমাকে সে বিপদে পড়িতে হয় নাই। কেননা প্রায় সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থাতেই পুস্তক প্রকাশিত হইল ; সংশোধনের বা পরিবৰ্ত্তনের অধিক প্রয়োজন দৈখিলাম না । &