পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলোক । ፃ> দূর পর্য্যন্ত বায়ু কম্পান্বিত হয় তাহা নহে; কিন্তু যে সকল আধুর ঐ ঘণ্টাকে ধারণ করিয়া থাকে তাহারাও ঐ গতি প্রাপ্ত হয়, তাহারাও পূদিত হইয়া সেই স্পনদনকে दानैव মেজে (গৃহতল), প্রাচীরতুলস্থ মৃত্তিক। পৰ্য্যস্ত প্রচার করে; আবার তাহারা নিজ নিজ দৃঢ়তা, কোমলতা, নিজ নিজ স্থিতিস্থাপকতাভেদে ঐ স্পন্দনগতিকে যথাযোগ্যরূপে প্রচার করে। আলোক । আলোকের কাব্য। আলোক দূরস্থ দ্রব্যের আকার ও তাহাদের দৃশ্যমান আয়তন জানায়। যখন আমরা কোন গাছ বু বাড়ী বা পৰ্ব্বতের দিকে তাকাই, যখন আমাদের দৃষ্টি দৃষ্টিসীমায় আবৃদ্ধ হয়, তৎক্ষণাৎ তথাকার 'পদাৰ্থচয়ের সহিত আমাদের সম্বন্ধ স্থাপিত হয় ; উক্ত পদার্থচয়কে কেবল বাহ পদার্থমাত্র বলিয়া জানি না, কিন্তু এমন বাহপদার্থ বলিয়া জানি, যাহার আকার, প্রভা, বর্ণ, পারস্পরিক অবস্থান ও দূরত। আমরা এককালীন অনুভব করি। আলোকেরই প্রসাদে বাহজগৎকে আমরা এমন