পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b*え প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । স্বৰ্য্য সৌরজগতের সূৰ্য্য কেবল সৌরজগতের মধ্যবিন্দু আলোক-কেন্দ্র । এবং তাহার গতি ও ক্রিয়ার কেন্দ্রমাত্র নহে, ইহা ঐ জগৎমণ্ডলের আলোকেরও কেন্দ্র ও অtধার। চারি শতাবধি ক্ষু জ্ঞাত গ্রহ এবং তাহদের অধীনস্থ উপগ্রহ এবং শত শত ধূমকেতু, এই সকলই সূর্য্যেরই জ্যোতিতে দীপ্তি পায় ; এবংচন্দ্র ও পৃথিবীর ন্যায় এই সকল গ্রহ প্রভৃতির যে অৰ্দ্ধখণ্ড সূর্য্যের অভিমুখে থাকে তাহাই দীপ্তি পায়, অপর অৰ্দ্ধাংশ রজনীর অন্ধকারে আবৃত থাকে। ৰক্ষাভের নিকট মেীর- আমাদের মানসচক্ষুর সমীপে জগৎ একটা বিন্দু যাহা এমন প্রকাণ্ড বলিয়া বোধ হইতেছে, জ্যোতিষশাস্ত্র যাহাকে আয়ত্ত করিতে সমর্থ হয় না, সেই এই সৌরজগৎ ব্রহ্মাণ্ডের সম্বন্ধে একটা7 বিন্দু—একটা অদৃশ্য বিন্দু মাত্র । যাহাদের আকার, গঠন ও নিয়মাবলী আমাদের নিকট এই সৌরজগতেরই সদৃশ বলিয়া বোধ হয়, এমন অসংখ্য জগৎ

  • লেখক লিখিয়াছিলেন "শতাবধি” ; বর্তমানের আবিষ্কারানুযায়ী জtমরা "শতাবধি” শব্দের পূর্বে “চারি" সংযুক্ত করিয়া দিলাম।