পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by" প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম। শীল ধূমকেতু ও উল্কাপিণ্ডে সংহতভাবে রাশীকৃতরূপে একত্র অবস্থিত আছে। অতএব তারকা ও গ্ৰহগণের অবাধ গতিই উহাদের মধ্যগত স্থানের শূন্তত অর্থাৎ তথায়ু অসম্বদ্ধ পদার্থরাশির অসস্তাব প্রমাণ করিতেছে । • কিন্তু জগৎ দুই উপকরণে রচিত—এক, তারকাগণ যে পদার্থ দ্বারা নিৰ্ম্মিত অর্থাৎ ভারবান উপকরণ; দ্বিতীয়, ভারহীন উপকরণ, যাহাকে আকাশ বা ব্যোম (ether) কহে। এই ব্যোম যেমন পৃথিবীর সমুদয় স্থান জুড়িয়া আছে, তেমনি অন্তরীক্ষগত স্থানও জুড়িয়া আছে,—যাহার মধ্যে সৌরজগৎ আপনার গতিক্রিয়া সম্পন্ন করে কেবল সেই স্থান নহে, কিন্তু অন্যান্য সৌরজগতের মধ্যবর্তী শূন্ত, ফাহা T আমাদিগের হইতৃে আকাশগহবরের অত্যন্ত গভীরগত তারাসমূহকে পৃথক করে, ইহা সেই শূন্তও পূর্ণ করিয়া থাকে ; প্রত্যুত ইহা সমুদয় পূর্ণ করিয়া থাকে, ইহা কেবল পদার্থের উপরিভাগে বদ্ধ নাই ; ইহা , বস্তু ভেদ করিয়া, স্থিতি কুরিতেছে। কোন এক