পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/و| পুস্তকের ভাষা বোধ হয় পাঠকের নিকট স্থানে স্থানে জটিল ও হৰ্ব্বোধ মনে হইবে । কিন্তু তজ্জন্ত রচনার দোষ দেওয়া চলিবে না। বাঙ্গালা ভাষা এখনও বিজ্ঞান প্রচারের উপযোগী হয় নাই ; বিজ্ঞানের বাঙ্গালা এখনও গড়িয়া তুলিতে হইবে। ভাষার অভাবে এখনও বিজ্ঞানের গ্রন্থ লিথিতে কেহ সাহস করেন না। লিখিলেই রচনা অপাঠ্য ও অবোধ্য হইয়া উঠে। এই গ্রন্থে তাড়িতবিজ্ঞান শব্দবিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের উচ্চতর শাখার সম্বন্ধে প্রস্তাব আছে। এই গ্রন্থের রচনার পূৰ্ব্বে বোধ হয় এই সকল বিষয়ে কেহ কোন কথা লেখেন নাই, অদ্যাপি সম্যক্‌ চেষ্টা হইয়াছে বোধ হয় না। এই গ্রন্থের রচয়িতা এত অসুবিধা সত্ত্বেও বাঙ্গালাভাষায় বৈজ্ঞানিক গ্রন্থ লিখিতে সাহসী ও উদ্যোগী হইয়াছিলেন, তজ্জ্বন্ত বঙ্গসাহিত্য র্তাহার নিকট ঋণবদ্ধ থাকিবে। আর একটু বিস্তৃত করিয়া লিখিলে বোধ হয় সাধারণ পাঠকের ও প্রথম শিক্ষার্থীর পক্ষে সুবিধা হইত। গ্রন্থকার স্বয়ং গ্রন্থ প্রকাশের অবসর পাইলে বোধ হয় এ বিষয়ে বিবেচনা করিতেন ; কিন্তু এক্ষণে তজ্জন্ত পরিতাপ ভিন্ন উপায়ান্তর নাই। আমি সাধারণতঃ গ্রন্থের ভাষার উপরে হস্তক্ষেপে সাহসী হুই নাই। বিজ্ঞান শাস্ত্র সাধারণের সম্পত্তি ; কিন্তু ভাষা ও