পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলোক byసె ইহাকে কালব্যাপী করা যায়। কোন একটী চোঙার মত পদার্থকে জলে ডুবাইয়া, তাহাকে উঠাইলে নামাইলে তরঙ্গরাশি কালব্যাপী হয়। ইহা দ্বারা তরঙ্গ সকল যেমন ক্রমশ দূরে প্রক্ষিপ্ত হইতে থাকে, তেমনি নিয়ত নূতন জন্মাইতে থাকে। এইরূপে সমুদয় জলতল সত্বর মণ্ডলাকার তরঙ্গে বিভক্ত হয় । স্পন্দনশীল চোঙা এই সকল তরঙ্গের নাভিদেশ। জলতলের প্রত্যেক অণু পৰ্য্যায়ক্রমে উচ্চ নীচ হওয়াতে ঐরাপ তরঙ্গাকার লক্ষিত হয়। জল ঐ চোঙার স্পন্দনকে সম্পূর্ণ আবৃত্ত ও পুনরুদ্ভূত করে। কিন্তু ইহ জনা আবশ্বক যে, যেদিকে তরঙ্গ প্রচারিত হয় সেই দিকের লম্বভাবে জলের সম্পন্দনক্রিয় সম্পন্ন হয়। এখন, স্পন্দমান নাভিদেশ হইতে তরঙ্গ তীরাভিমুখে অর্থাৎ চক্রবাড়দিকে বিস্তৃত হয়; স্বতরাং স্পন্দন ক্রিয়া উদ্ধাধোদিকে হয়। - ভারবান পদার্থ জলের বিষয়ে উপরে যাহা বলা গেল, তাহা হইতে ব্যোমের প্রতিক্রিয়ার স্থূল আভাস মাত্র পাওয়া যায়, বু্যোমের প্রতিক্রিয়ার অন্ততঃ