পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oә е প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম। কতকটা ভাব বুঝা যায়। জলের ন্যায় ব্যোমেও স্পদিত গতি ক্রমে, দূরে প্রসারিত হয়শ ব্যোমেও স্পন্দন একটা নির্দিষ্ট বেগবিশিষ্ট গতিতে প্রচারিত হয় ; পরিমিত সময়ের মধ্যে স্পন্দন হয় এবং তরঙ্গের পরিমিত দৈর্ঘ্য আছে। তবে প্রভেদ এই যে, ব্যোমের তরঙ্গে মধ্যবৰ্ত্তী পদার্থ অত্যধিক গুণে স্থিতি স্থাপক হওয়াতে গতির বেগ অত্যধিক গুণে অধিক হইবে, কিন্তু তেমনি তরঙ্গের দৈর্ঘ্য ও স্পন্দনের সময়টা অত্যধিক পরিমাণে ক্ষুদ্র হইবে। অতএব সূর্য্যের উপরে যে সকল দীপ্তিময় পদার্থরাশি আছে, তাহার অবিশ্রামে ও অবিচ্ছেদে ব্যোম পদার্থের মধ্যে নিরস্তর স্পন্দনক্রিয় উত্তেজিত করে। এই স্পন্দন ক্রমে দূরে সঞ্চারিত হইয়া যতক্ষণ না উহা ভারবান পদার্থ কর্তৃক প্রতিরুদ্ধ হয়, ততক্ষণ সর্বদিকে অন্তরীক্ষে প্রচারিত হয় । যে সকল স্পন্দন আমাদের বায়ুমণ্ডলের সীমায় আসে, তাহারা বায়ু ভেদ করিয়া, উহার সমুদয় ঘনত্ব অতিক্রম করিয়া পৃথিবীর কঠিন দৃষ্টির কারণ।