পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

पञां८णांक । సె') মৃত্তিকাতে আসিয়া আঘাত করে। এখানে উহারা নানা পরিণাম প্রাপ্ত হয়। যে সকল পদার্থ স্পন্দন সকলকে আপনাদের মধ্য দিয়া যাইতে দেয় তাহস্বচ্ছ কাহাকে বলে ? দিগকে স্বচ্ছ পদার্থ কহে ; যাহার সম্পন্দনের কতক অংশ শোষণ করে তাহারা অস্বচ্ছ এবং যাহারা স্পন্দনকে একেবারে নির্বাণ করিয়া দেয় তাহারা কৃষ্ণবর্ণ পদার্থ। এমতে চক্ষু স্বচ্ছ পদার্থ দ্বারাই রচিত । সম্পন্দনগতি উহাকে ভেদ করিয়া স্বায়বীয় পদার্থ নিৰ্ম্মিত দৃষ্টিপটে আঘাত দিয়া স্বায়ুজালের গুচ্ছকে কম্পিত করে। এইরূপে চক্ষুর অন্তরস্থ যে ব্যোমের সঙ্গে বিশ্বব্যাপী ব্যোমের নিরন্তর যোগ আছে, সেই ব্যোমকম্পন দ্বারা আমরা জ্যোতি অনুভব করি, পদার্থদিগকে প্রভেদ করিয়া চিনি, বৃক্ষ দেখি, আকাশ আলোচনা .করি। যে সকল তরঙ্গ আমাদের চক্ষুর মণিচ্ছিত্র ভেদ করিয়া যায়, তাহারা যে কি আশ্চৰ্য্যকর কৌশলে চক্ষুসন্মুখস্থিত তাবৎ পদার্থের আশ্চৰ্য্য প্রতিমা অঙ্কিত করে, যাহা দ্বারা আমরা পদার্থ সকলকে একভাবে স্পর্শ করিয়া